Monday, January 19, 2026

রোনালদো মাঠে যোদ্ধা, মাঠের বাইরে নীরব মানবিক মানুষ: মদ্রিচ


ছবিঃ লুকা মদ্রিচ ও রোনালদো (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ক্রিস্টিয়ানো রোনালদো মানেই গোল, রেকর্ড আর অদম্য আত্মবিশ্বাস—ফুটবল মাঠে এমনটাই দেখে এসেছে বিশ্ব। তবে মাঠের বাইরের রোনালদোকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন হাতে গোনা কয়েকজন। তাদের একজন রিয়াল মাদ্রিদের সতীর্থ ও ক্রোয়াট তারকা লুকা মদ্রিচ। তাঁর চোখে রোনালদো শুধু একজন কিংবদন্তি ফুটবলার নন, বরং বড় হৃদয়ের একজন মানবিক মানুষ।

এক সাক্ষাৎকারে মদ্রিচ বলেন, রোনালদো আলোচনার বাইরে থেকেই মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসেন। নীরবে সাহায্য করেন, নিজের মানবিক দিকটা কখনোই প্রকাশ্যে আনতে চান না। তাঁর ভাষায়, রোনালদো মাঠে যেমন আত্মবিশ্বাসী ও আগ্রাসী, ব্যক্তিগত জীবনে ঠিক তার বিপরীত—সহজ, সাধারণ এবং সহানুভূতিশীল।

ফুটবলবিশ্বে বহুল আলোচিত প্রশ্ন—মেসি না রোনালদো, কে সেরা? এই বিতর্কে সরাসরি কোনো পক্ষ নিতে চান না মদ্রিচ। তিনি মনে করেন, দুজনই একটি সময়ের প্রতীক। একজন ফুটবলকে শিল্পে রূপ দিয়েছেন, অন্যজন শক্তি, মানসিক দৃঢ়তা আর ক্ষুধা দিয়ে খেলাটিকে করেছেন সংগ্রামের প্রতিচ্ছবি।

মদ্রিচ বলেন, রোনালদোর সঙ্গে তাঁর সম্পর্কটা বিশেষ, কারণ তাঁরা দীর্ঘদিন একই ড্রেসিংরুম ভাগ করেছেন। চাপের মুহূর্তে একসঙ্গে লড়েছেন, জিতেছেন অসংখ্য শিরোপা। সে কারণেই রোনালদোর মানুষ হিসেবে দিকটা তাঁর কাছে আরও স্পষ্ট।

অন্যদিকে লিওনেল মেসির সঙ্গে মদ্রিচের সম্পর্ক মূলত প্রতিদ্বন্দ্বিতার। কখনো সতীর্থ হওয়ার সুযোগ হয়নি। স্পেনে ক্লাব ফুটবলে এবং বিশ্বকাপের মঞ্চে একাধিকবার মুখোমুখি হয়েছেন তাঁরা। তবুও মেসির প্রতি শ্রদ্ধায় কোনো ঘাটতি নেই মদ্রিচের কণ্ঠে।

তিনি বলেন, ব্যক্তিগতভাবে মেসিকে না চিনলেও মানুষ ও ফুটবলার—দুই হিসেবেই তাঁর অর্জন প্রশ্নাতীত। ফুটবল ইতিহাসে মেসির নাম চিরস্থায়ী হয়ে থাকবে, এতে কোনো সন্দেহ নেই।

একজন খেলেছেন নিখুঁত ছন্দে, অন্যজন খেলেছেন লড়াইয়ের মানসিকতায়। পথ আলাদা হলেও গন্তব্য এক—ফুটবলের ইতিহাসে অমর হয়ে থাকা। সামনে আরেকটি বিশ্বকাপ। সম্ভবত সেটিই মেসি ও রোনালদোর শেষ বিশ্বমঞ্চ। কে সেরা—এই প্রশ্নে সময় নষ্ট না করে মদ্রিচের মতোই ফুটবলপ্রেমীরা এখন অপেক্ষা করছেন ইতিহাসের দুই অধ্যায়কে শেষবারের মতো একসঙ্গে দেখার জন্য।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন