Monday, January 19, 2026

বিসিসিআইয়ের নির্দেশে কেকেআর ছেড়েছে মোস্তাফিজুর রহমানকে


ছবিঃ মোস্তাফিজুর রহমান ও কলকাতা নাইট রাইডার্সের লোগো (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বোর্ডের সেই সিদ্ধান্ত অনুসরণ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আনুষ্ঠানিকভাবে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে কলকাতা নাইট রাইডার্স। ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে জানানো হয়, আইপিএলের পরবর্তী পর্ব শুরুর আগেই বিসিসিআই মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। বোর্ডের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া ও পরামর্শ অনুসরণ করেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আইপিএলের নিয়ম অনুযায়ী মোস্তাফিজকে ছাড়ার পর কলকাতাকে একজন বিকল্প ক্রিকেটার দলে নেওয়ার অনুমতি দিয়েছে বিসিসিআই।

উল্লেখ্য, আইপিএলের নিলামে মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স। তবে সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ভারতের কয়েকটি কট্টর হিন্দুত্ববাদী সংগঠন মোস্তাফিজকে আইপিএলে না খেলানোর দাবিতে আন্দোলন শুরু করে। এই প্রেক্ষাপটেই বিসিসিআইয়ের পক্ষ থেকে কেকেআরকে সিদ্ধান্ত নিতে বলা হয় বলে জানা গেছে।

এ বিষয়ে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া জানান, দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট অস্থির পরিস্থিতির কারণে কেকেআরকে একজন খেলোয়াড় স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার পর কলকাতা চাইলে যেকোনো বিকল্প ক্রিকেটার দলে নিতে পারবে এবং বোর্ড সে বিষয়ে অনুমোদন দিয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন