Monday, January 19, 2026

রমজানে খেজুরের দাম সহনীয় রাখতে আমদানিতে বড় শুল্ক ছাড়


ছবিঃ খেজুর (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে খেজুরের সরবরাহ নির্বিঘ্ন রাখা ও বাজারদর সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমদানিতে উল্লেখযোগ্য শুল্ক ছাড় দিয়েছে সরকার। ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতি ও বাড়তি চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে খেজুর আমদানির ওপর বিদ্যমান শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বুধবার এক বিজ্ঞপ্তিতে জানায়, খেজুর আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন ২০২৫ সালের ২৩ ডিসেম্বর জারি করা হয়েছে, যা আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

এনবিআর আরও জানায়, বিগত বাজেটে ফল আমদানির ক্ষেত্রে অগ্রিম আয়কর সংক্রান্ত বিধিমালায় পরিবর্তন আনা হয়। এর আওতায় খেজুরসহ সব ধরনের ফল আমদানিতে অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি আগের বছর অগ্রিম আয়করে যে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছিল, তা চলতি বছরেও বহাল রাখা হয়েছে।

শুল্ক ও কর কাঠামোয় এই ছাড়ের ফলে রমজানকে ঘিরে খেজুর আমদানি বৃদ্ধি পাবে এবং বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হবে বলে আশা করছে এনবিআর। এর ইতিবাচক প্রভাব হিসেবে খুচরা বাজারে খেজুরের দাম তুলনামূলকভাবে স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

রমজান মাসে ইফতারের অন্যতম প্রধান অনুষঙ্গ খেজুরের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। সরকারের এই সিদ্ধান্তে ভোক্তারা যেমন উপকৃত হবেন, তেমনি আমদানিকারক ও ব্যবসায়ীরাও স্বস্তি পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন