Tuesday, October 14, 2025

রিটকারী ছাএীকে ধর্ষণের হুমকির প্রতিবাদে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ


ছবিঃ রিটকারী ছাএীকে ধর্ষণের হুমকির প্রতিবাদে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ (সংগৃহীত)


মোঃ আরাফাত হোসেন / গোবিপ্রবি প্রতিনিধিঃ

ডাকসু নির্বাচনে ফরহাদের প্রার্থিতার রিটকারী নারীকে ধর্ষণ হুমকির প্রতিবাদে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের হল চত্বর থেকে মিছিলটি ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুতের নেতৃত্বে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে গোল চত্বরে এসে শেষ হয়। এসময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল শেষে ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ বলেন, নারীদের অধিকার নিয়ে কথা বলে যে সংগঠন, তা জাতীয়তাবাদী ছাত্রদল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ৫ আগস্টের পর একটি গুপ্ত সংগঠনের আবির্ভাব হয়েছে, যারা গত ১৭ বছর স্বৈরাচারের সঙ্গে মিলিত হয়ে কাজ চালিয়েছে। সেই কারণে তারা তাদের কমিটি প্রকাশ করে না। বর্তমানে তারা সাইবার ক্রাইমের মাধ্যমে নারীদের হেনস্তা করছে এবং গুপ্তভাবে নিজেদের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করছে। আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই—জামায়াত-শিবির গুপ্তভাবে রাজনীতি করে তাদের ফায়দা হাসিল করতে পারবে না।

ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ বলেন, আপনারা গুপ্তভাবে রাজনীতি করবেন না, প্রকাশ্যে আসুন। আপনাদের বিরুদ্ধে কেউ ভালো কথা বললেও আপনারা ফেক আইডি দিয়ে প্রতিহত করেন। এই ফেক আইডির রাজনীতি বন্ধ করতে হবে। আমি ছাত্রদলের রাজনীতি করি, আমার পরিচয় আছে। আপনিও রাজনীতি করলে আপনার পরিচয় প্রকাশ্যে আনুন। আমরা সবাই ২৪ জুলাইয়ের আন্দোলনে একসঙ্গে কাজ  করেছি। আবার একসঙ্গে থেকে আগামীর বাংলাদেশ গড়ব। তবে আপনাদের প্রতি একটা অনুরোধ রাখব—সাইবার বুলিং ও অনলাইন রাজনীতি থেকে সরে আসুন।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন