- ১৩ অক্টোবর, ২০২৫
সরকারি উদ্যোগে জুলাই আন্দোলনে গুরুতর আহত ও কর্মক্ষমতা হারানো ১,৫৬০ জনকে মিরপুর ৯ নম্বর সেকশনে স্থায়ী আবাসনের ব্যবস্থা করার জন্য একটি ব্যাপক প্রকল্প নেওয়া হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রকল্পের ব্যয় প্রাক্কলন করা হয়েছে ১ হাজার ৩৪৪ কোটি টাকা। পরিকল্পনা কমিশনের প্রস্তাবিত প্রক্রিয়ার মাধ্যমে একনেকের চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে ২০২৯ সালের জুনের মধ্যে ১৫টি ভবন নির্মাণের লক্ষ্য রয়েছে।
প্রকল্পে নির্মাণ করা ফ্ল্যাটগুলো প্রত্যেকের আয়তন হবে ১,৩২০ বর্গফুট, যেখানে বেসমেন্টে পার্কিং, লিফট, সাব-স্টেশন, জেনারেটর, সৌরশক্তি ব্যবস্থা ও ফায়ার হাইড্রেন্ট থাকবে। এছাড়া কমিউনিটি সুবিধা হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, খেলার মাঠ ও সবুজ এলাকা অন্তর্ভুক্ত করা হবে।
গৃহায়ন মন্ত্রণালয়ের পরিকল্পনা অধিশাখা-২-এর কর্মকর্তা নাজমুল আলম জানান, উপকারভোগীদের নির্বাচনের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ক্যাটাগরি-‘এ’ ও ক্যাটাগরি-‘বি’ তালিকা অনুসরণ করা হয়েছে। এতে গুরুতর আহত ও কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধাদের ফ্ল্যাটের মাধ্যমে স্থায়ী আবাসনের সুযোগ নিশ্চিত করা হবে।
নির্বাচিত এলাকায় অবকাঠামো এবং সংযোগ সুবিধা অত্যন্ত উন্নত হওয়ায় প্রকল্পটি শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বাস্তবায়নের উপযোগী বলে মনে করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।