Monday, January 19, 2026

রাষ্ট্রীয় শোকের কারণে ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত


ছবিঃ ঢাবি লোগো (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরীক্ষাটি আর নেওয়া হচ্ছে না।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদীর মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালন করা হবে। এই উপলক্ষে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, সাহসী জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদীসহ ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল জুলাই যোদ্ধা ও শহীদদের প্রতি সম্মান জানাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত হওয়া ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

এর আগে শুক্রবার বেলা ১১টার দিকে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম জানান, ভর্তি পরীক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিগগিরই সিদ্ধান্ত জানাবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান বিন হাদির মৃত্যু হয়। এর পরপরই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন