Tuesday, October 14, 2025

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফের পিছালো ভর্তি ও ক্লাস শুরুর তারিখ


ফাইল ছবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (সংগৃহীত)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য সাবজেক্ট চয়েস, ভর্তি এবং ক্লাস শুরুর তারিখ ফের পরিবর্তন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি উপ-কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম।

তিনি জানান, "২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়ায় ইউনিটসমূহের সাবজেক্ট চয়েস গ্রহণ, ভর্তির সময়সীমা এবং ক্লাস শুরুর তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে।"

নতুন সময়সূচি অনুযায়ী, ভর্তি কার্যক্রম চলবে ৭ আগস্ট পর্যন্ত এবং ক্লাস শুরু হবে ১৭ আগস্ট থেকে।

এর আগে প্রথম দফায় ক্লাস শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছিল ১ জুলাই। পরে সেটি পিছিয়ে ৩ আগস্ট নির্ধারণ করা হয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সেই তারিখও আবার পিছিয়ে ১৭ আগস্ট করা হলো।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভর্তি প্রক্রিয়ার সর্বশেষ সময়সূচি এবং নির্দেশনাগুলো বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন