Tuesday, October 14, 2025

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা এ আর মিলন আজীবন বহিষ্কার


ফাইল ছবিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হলের সহ-সভাপতি এ আর মিলন খান (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হলের সহ-সভাপতি এ আর মিলন খানকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই ৩৬ হল’-এর ৯১ জন ছাত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে তীব্র সমালোচনার মুখে পড়ে তিনি।

শাখা ছাত্রদল সূত্রে জানা গেছে, অভিযোগের সত্যতা যাচাইয়ে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। একাধিকবার মিলনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো জবাব দেননি এবং পরবর্তীতে ফোন বন্ধ করে দেন। তদন্ত কমিটি বিষয়টি ইচ্ছাকৃত বলেই নিশ্চিত হয়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ছাত্রদলের শাখা সভাপতি সুলতান আহমেদ রাহী ও সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলামের যৌথ সিদ্ধান্তে তাকে প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়। পাশাপাশি তার বিরুদ্ধে মতিহার থানায় মামলা করারও ঘোষণা দিয়েছে সংগঠনটি।

ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের কোনো নেতাকর্মী তার সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ রাখতে পারবেন না। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ ঘটনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এর আগে, নির্ধারিত সময়ের পরে হলে প্রবেশ করার অভিযোগে ৯১ জন ছাত্রীকে তলব করেছিল ‘জুলাই ৩৬ হল’ প্রশাসন। এ সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচিত হলে তা প্রত্যাহার করা হয়। সেই ঘটনাকে কেন্দ্র করেই মিলন ওই অশালীন মন্তব্য করেছিলেন বলে জানা গেছে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন