Tuesday, October 14, 2025

তিয়ানানমেনে শি-পুতিনের ব্যক্তিগত আলাপ: আলোচনায় এলো আয়ুবৃদ্ধি ও অমরত্ব


ছবিঃ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন (সংগৃহীত)


আসিফ মাহমুদ, স্টাফ রিপোর্টার 

৭০-এর কোঠা পেরিয়ে গেছেন দু’জনই। তাই হয়তো বয়স ও আয়ু নিয়েই আলাপ জমে উঠলো চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে। বেইজিংয়ে আয়োজিত এক সামরিক কুচকাওয়াজের ফাঁকে দুই রাষ্ট্রনেতার কথোপকথনের কিছু অংশ প্রকাশ্যে চলে আসে একটি মাইকের কারণে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে, এই অপ্রত্যাশিত মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

ঐতিহাসিক তিয়ানানমেন স্কয়ারে শি জিনপিং, পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একসঙ্গে হেঁটে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। চীনের সরকারি টিভিতে সম্প্রচারিত সরাসরি সম্প্রচারে ধরা পড়ে রাষ্ট্রনেতাদের ব্যক্তিগত আলাপচারিতা। অনুবাদকের সাহায্যে শি ও পুতিনের মধ্যে আলোচনা চলছিল। সেখানে শি’র দোভাষীকে রুশ ভাষায় বলতে শোনা যায়— “এই শতাব্দীতে ১৫০ বছর বাঁচাটাও বিচিত্র নয়।” অনুবাদকের সেই কথার পর পুতিনকে হাসতে দেখা যায়। পাশে দাঁড়িয়ে থাকা কিম জং উনও হাসিতে যোগ দেন। তবে পুরো কথোপকথন তার জন্য অনুবাদ করা হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার এক মিনিটের মধ্যেই টিভি সম্প্রচার থেকে অডিও বন্ধ করে দেওয়া হয়। তবে ততক্ষণে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটি, যা লক্ষাধিক মানুষ দেখেছেন।

পরবর্তীতে রুশ গণমাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিষয়টি নিয়ে মন্তব্য করেন ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে মানবজীবন অনেক দীর্ঘায়ু হয়েছে।

শুধু রাজনৈতিক বা অর্থনৈতিক প্রসঙ্গ নয়, বরং বয়স ও জীবন নিয়ে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিও আলোচনায় উঠে আসায় দুই রাষ্ট্রনেতার ওই মুহূর্তটি আন্তর্জাতিক অঙ্গনে বাড়তি আগ্রহ তৈরি করেছে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন