- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, রাজনৈতিক সদিচ্ছা ও সহযোগিতা ছাড়া কোনো অর্থনৈতিক সংস্কার টেকসই হতে পারে না। তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সংস্কারের চেষ্টা করতে গিয়ে অনেকে তাকে ‘মাথা খারাপ’ বলেছিল।
রোববার রাজধানীতে ‘বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
ড. সালেহউদ্দিন বলেন, “অনেকে সমালোচনা করেন যে দেশে কিছুই হচ্ছে না—এটা সত্য নয়। আমরা আমাদের সাধ্যমতো কাজ করছি। কিন্তু রাজনৈতিক সদিচ্ছা ও সহযোগিতা না থাকলে কোনো সংস্কার সফল হবে না।”
তিনি আরও বলেন, “স্বজনপ্রীতি ও দুর্নীতি না থাকলে দেশ আরও এগিয়ে যেত। এনবিআরে সংস্কার করতে গিয়ে আমাকে অনেকেই পাগল বলেছে, কর্মীরা আন্দোলন করেছে, ধর্না দিয়েছে, কিন্তু ফল পাইনি।”
সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সরকার কোনো বাহবা চাইছে না, তবে যৌক্তিক কাজে অন্তত সহযোগিতা দিন।”
ড. সালেহউদ্দিন হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজনীতিবিদরা দেশের জন্য কাজ না করলে দেশের জনগণ আবারও ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর মতো পরিস্থিতির মুখোমুখি হতে পারে।