Tuesday, October 14, 2025

ওমেরা পেট্রোলিয়াম টোটালগ্যাসের বাংলাদেশি এলপিজি ব্যবসা অধিগ্রহণ করতে যাচ্ছে


প্রতীকী ছবিঃ ওমেরা পেট্রোলিয়াম টোটালগ্যাসের লোগো (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

ফরাসি কোম্পানি টোটালগ্যাসের বাংলাদেশে এলপিজি ব্যবসা শিগগিরই ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের অধীনে চলে আসবে। প্রিমিয়ার এলপি গ্যাস লিমিটেড, যা যৌথ উদ্যোগে গঠিত হয়েছিল, এতদিন টোটালগ্যাসের ব্যানারে ব্যবসা পরিচালনা করছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জের ঘোষণায় জানানো হয়েছে, ওমেরা টোটালগ্যাসের ৯৯.৯৯ শতাংশ শেয়ার ক্রয় করবে, যার সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ২২৭ কোটি টাকা। এখন বিষয়টি সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

শিল্পসংশ্লিষ্টরা মনে করছেন, এই একীভূতকরণের মাধ্যমে ওমেরার বাংলাদেশি এলপিজি খাতে বাজার অংশীদারিত্ব আরও বৃদ্ধি পাবে এবং কোম্পানির অবস্থান শক্তিশালী হবে।

টোটালগ্যাস ২০০২ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে এবং দ্রুত দেশের শীর্ষ তিন এলপিজি আমদানিকারক ও বিপণনকারী প্রতিষ্ঠানের মধ্যে নাম কুড়ায়। তবে পরবর্তীতে স্থানীয় বড় প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের কারণে বাজারে তাদের প্রভাব কিছুটা কমে যায়।

ওমেরার মূল কোম্পানি এমজেএলবিডির শেয়ারের দামে শেয়ার কেনার ঘোষণা তেমন প্রভাব ফেলেনি; সোমবার শেয়ারের দাম মাত্র ২ শতাংশ বেড়ে ১০১.৫০ টাকা হয়েছে। উল্লেখ্য, কোম্পানিটি ২০২৪ সালে ৫২%, ২০২৩ সালে ৫০% এবং ২০২২ সালে ৫০% নগদ লভ্যাংশ প্রদান করেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন