- ১৩ অক্টোবর, ২০২৫
রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থীরা শনিবার (২৩ আগস্ট) পোষ্য কোটা পুনরায় চালুর চেষ্টা রোধে হলের প্রধান ফটকে বিক্ষোভ সমাবেশ করেছেন। শিক্ষার্থীরা স্লোগান দিয়েছেন, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘পোষ্য কোটার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘মেধাবীদের কান্না, আর না আর না’ ইত্যাদি।
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, পোষ্য কোটা একটি মীমাংসিত বিষয় হলেও কিছু রাজনৈতিক ও প্রশাসনিক পক্ষ রাকসুকে জিম্মি করে কোটা পুনরায় চালুর চেষ্টা করছে। তারা জোর দিয়ে বলেছেন, “পোষ্য কোটা থাকবে না, রাকসুও হবে।”
শহীদ হবিবুর রহমান হলের শিক্ষার্থী সজীব খান বলেন, পোষ্য কোটার মাধ্যমে রাবিকে পারিবারিক বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়ার অপচেষ্টা হয়েছিল, যা সাধারণ শিক্ষার্থীরা ব্যর্থ করেছে। অন্য শিক্ষার্থী মো. রায়হান হোসেন বলেন, “রাজনৈতিক স্টেকহোল্ডারদের নিয়ে ১ পারসেন্ট বনাম রাকসু নামে একটি নীলনকশা তৈরি হচ্ছে। আমরা চাই না এই অযৌক্তিক দাবি বাস্তবায়ন হোক।”
আবাসিক শিক্ষার্থী আহমাদ আহসানুল্লাহ ফারহান বলেন, “৩৫ বছর পর রাকসু বাস্তবায়নের পথে এগোচ্ছিলাম, কিন্তু কিছু শিক্ষক-অধিকর্তা তা ব্যাহত করার চেষ্টা করছে। জুলাই আন্দোলনের মতোই আমরা পোষ্য কোটার বিরুদ্ধে লড়ব এবং শিক্ষকদের সতর্ক করছি—কোটা চালু করতে গেলে আমরা প্রশাসনের বিরুদ্ধেও আন্দোলনে নামব।”