Tuesday, October 14, 2025

প্রথমবারের মতো ঢাকার প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা শুরু


ফাইল ছবিঃ তিতুমির কলেজ (সংগৃহীত)

ঢাকা: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) ব্যবসায় ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার (২৩ আগস্ট) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের মতো অনুষ্ঠিত এই পরীক্ষায় আসন প্রতি লড়বেন প্রায় ৯ জন শিক্ষার্থী।

ভর্তি কমিটি জানিয়েছে, ব্যবসায় শিক্ষা অনুষদে ১,৮৮৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৭,৫০৫ জন প্রার্থী। প্রবেশপত্র ডাউনলোড করেছেন ১৬,৮১৩ জন শিক্ষার্থী।

ইউনিভার্সিটির প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, “পরীক্ষা কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে থানার সঙ্গে যোগাযোগ রয়েছে। শিক্ষার্থীরাও স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করবেন। আমরা আশা করি পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হবে।”

ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের ভিত্তিতে অনুষ্ঠিত হয়েছে। বাংলা ও ইংরেজি বিষয়ের জন্য ৫০ নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে ৫০ নম্বরের প্রশ্ন ছিল। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা তালিকায় ২০ নম্বর দেওয়া হবে।

পরীক্ষার উত্তরপত্র বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) টেকনিক্যাল টিম মূল্যায়ন করবে এবং ফলাফল ২ থেকে ৩ দিনের মধ্যে অনলাইনে প্রকাশ করা হবে।

ভর্তি পরীক্ষা ঢাকা কলেজ, এডেন কলেজ, তিতুমীর কলেজ, বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, কবি নজরুল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে অনুষ্ঠিত হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন