- ০৪ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | রাজশাহী:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ-আল মামুনের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ‘ইসলামি লেবাসে’ ক্লাস নেন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় তিনি আল-কোরআন বুকে নিয়ে এবং ইসলামি পোশাকে ক্লাসে আসেন।
গত সোমবার রাতে রাকসু ও হল সংসদের নারীদের শপথ গ্রহণের ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বিতর্কিত পোস্ট দেন অধ্যাপক আ-আল মামুন। সেখানে তিনি লেখেন, "এই ব্যক্তিগত স্বাধীনতা আমি এন্ডর্স করছি। কাল আমি এরকম ব্যক্তিগত স্বাধীনতা পরে ও হাতে নিয়ে ক্লাসে যাবো। পরবো টু-কোয়ার্টার, আর হাতে থাকবে মদের বোতল। মদ তো ড্রাগ না! মদ পান করার লাইসেন্সও আমার আছে! শিবির আইসেন, সাংবাদিকরাও আইসেন!" তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে দুঃখপ্রকাশ করেন অধ্যাপক মামুন।
এ ঘটনার পর, প্রতিবাদ হিসেবে ড. মো. মনিরুজ্জামান তার ক্লাসে ইসলামি পোশাক পরিধান ও আল-কোরআন বুকে নিয়ে উপস্থিত হন। তিনি বলেন, "আমি একজন মুসলমান হিসেবে ইসলামের বিধান অনুযায়ী আমার পোশাক ও ধর্মগ্রন্থ নিয়ে ক্লাসে আসতে চাই, এবং আমি মনে করি যে, প্রত্যেক মানুষই তার ধর্মের পোশাক পরিধান করার স্বাধীনতা রাখেন। আমি চাই না যে, কোনো শিক্ষকের পক্ষ থেকে এমন বিতর্কিত মন্তব্য আসুক, যেখানে একজন শিক্ষক মদ নিয়ে ক্লাসে যেতে পারেন। এটি সমাজের শিক্ষকদের কাছে প্রত্যাশিত নয়।"
তিনি আরও বলেন, "বিশ্ববিদ্যালয় বা পৃথিবীর কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই শিক্ষককে মদ নিয়ে ক্লাসে যাওয়ার অনুমতি দেওয়া উচিত নয়।" তার মতে, শিক্ষককে সমাজের বিবেক হিসেবে দেখা হয়, এবং তাদের কাছ থেকে এমন আচরণ আশা করা যায় না।
এ ঘটনার মাধ্যমে ড. মনিরুজ্জামান শিক্ষার্থীদের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন, যা সমাজে ধর্মীয় স্বাধীনতা ও শ্রদ্ধা প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।