Tuesday, October 21, 2025

প্রথম তিন মাসেই রেকর্ড রাজস্ব সংগ্রহ করল এনবিআর, প্রবৃদ্ধি ২০ শতাংশের বেশি


ফাইল ছবিঃ জাতীয় রাজস্ব বোর্ড ভবন (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

 ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকেই রাজস্ব আয় নতুন উচ্চতায় পৌঁছেছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে মোট ৯০ হাজার ৮২৫ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে—যা দেশের ইতিহাসে যেকোনো অর্থবছরের প্রথম তিন মাসের মধ্যে সর্বোচ্চ।

শুক্রবার (১৭ অক্টোবর) এনবিআর এক সরকারি বিজ্ঞপ্তিতে জানায়, আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায় বেড়েছে ১৫ হাজার ২৭০ কোটি টাকা, যা প্রবৃদ্ধির হারে দাঁড়িয়েছে ২০ দশমিক ২১ শতাংশ।

এনবিআর-এর হিসাব অনুযায়ী, চলতি প্রান্তিকে সবচেয়ে বেশি রাজস্ব এসেছে স্থানীয় পর্যায়ের মূসক (ভ্যাট) খাত থেকে—মোট ৩৪ হাজার ৮১৯ কোটি টাকা। আগের বছরের তুলনায় এই খাতে প্রবৃদ্ধি হয়েছে ২৯ দশমিক ৭৪ শতাংশ।

আয়কর ও ভ্রমণ কর খাত থেকেও উল্লেখযোগ্য সাফল্য এসেছে। এই খাতে আদায় হয়েছে ২৮ হাজার ৪৭৮ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ২৬ শতাংশ বেশি।

অন্যদিকে, আমদানি ও রপ্তানি খাতেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। এই খাতে আদায় হয়েছে ২৭ হাজার ৫২৮ কোটি টাকা, যা আগের অর্থবছরের তুলনায় ১১ দশমিক ৭৪ শতাংশ বেশি।

গত কয়েক বছরেই রাজস্ব আয় ক্রমবর্ধমান ধারায় রয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন মাসে রাজস্ব আদায় হয়েছিল ৭৫ হাজার ৫৫৪ কোটি টাকা, আর ২০২৩-২৪ সালে ছিল ৭৬ হাজার ৬৮ কোটি টাকা।

এনবিআর জানিয়েছে, করের আওতা বৃদ্ধি, কর পরিপালন জোরদার, ফাঁকি প্রতিরোধ এবং রাজস্ব পুনরুদ্ধারের মাধ্যমে এই সাফল্য অর্জিত হয়েছে। সংস্থাটির মতে, মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সমন্বিত উদ্যোগ ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা রাজস্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এক বিবৃতিতে এনবিআর বলেছে, “আমাদের লক্ষ্য শুধু রাজস্ব বাড়ানো নয়, বরং করদাতার আস্থা বৃদ্ধি ও ন্যায়সঙ্গত রাজস্ব ব্যবস্থাপনা নিশ্চিত করা। এই প্রবৃদ্ধির ধারাকে আরও ত্বরান্বিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

অর্থনীতিবিদদের মতে, অর্থবছরের শুরুতেই এমন ইতিবাচক সূচনা সরকারের সামগ্রিক আর্থিক ব্যবস্থাপনা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি আশাব্যঞ্জক বার্তা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন