- ০৪ ডিসেম্বর, ২০২৫
স্টাফ রিপোর্ট: PNN
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কল্পিত “উৎপাদন রূপান্তর” প্রকল্পকে সমর্থন করতে চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে চীনের এক্সিম ব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট ইয়াং ডংনিং এই আগ্রহের কথা জানান।
ইয়াং ডংনিং বলেন, “চীন দীর্ঘদিন ধরে বাংলাদেশের বড় অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করছে, এবার তারা উৎপাদন খাতে এমনোযোগ দিচ্ছে। বিশেষ করে ছাদের সৌর প্যানেল, ঐতিহ্যবাহী পাট, জৈব-সার, শক্তি উৎপাদন এবং প্লাস্টিকের বিকল্প খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে।” তিনি জানান, চীনা সংস্থাগুলি পাট শিল্পে যৌথ উদ্যোগের মাধ্যমে বিনিয়োগ করতে চায় এবং প্রায় দশ লাখ টন পর্যন্ত পাট ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৈঠকে চীনা বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, “বাংলাদেশকে বিশ্ববাজারে রপ্তানি কেন্দ্র হিসেবে রূপান্তর করতে চীনের বিনিয়োগ গুরুত্বপূর্ণ। ওষুধ, স্বাস্থ্যসেবা এবং সৌরশক্তি ব্যবস্থায় চীনা বিনিয়োগ দেশের পরিবেশবান্ধব উদ্যোগকে সমর্থন করবে।” তিনি আরও বলেন, বন্ধ পাটকলগুলোকে নতুন যৌথ উদ্যোগের জন্য ব্যবহার করা যেতে পারে এবং দক্ষিণ-পূর্ব বাংলাদেশে কারখানা স্থাপনের মাধ্যমে আঞ্চলিক রপ্তানি সহজ হবে।
চীনা বিনিয়োগকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তা ও ই-কমার্স খাতেও আগ্রহী। বৈঠকে সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতে অধ্যাপক ইউনূস হংকংয়ের অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি শোক প্রকাশ করেন।