Friday, December 5, 2025

তিন দিনের ভারত সফরে লিওনেল মেসি, প্রকাশ করলেন ‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’ সূচি


ফাইল ছবি: লিওনেল মেসি। (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 


লিওনেল মেসি তিন দিনের ভারত সফরে আসছেন। নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আর্জেন্টাইন এই সুপারস্টার ভারত সফরের বিস্তারিত সূচি নিজেই প্রকাশ করেছেন। মেসি তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, “ভারতের মানুষের থেকে যে ভালোবাসা পেয়েছি, তার জন্য ধন্যবাদ। কয়েক সপ্তাহের মধ্যে গোট ট্যুর শুরু হবে। কলকাতা, মুম্বাই এবং দিল্লি সফরের সঙ্গে হায়দরাবাদ যুক্ত হওয়ায় আমি খুশি। শিগগিরই দেখা হবে ভারত।”  


ভারতে মেসির এই ব্যক্তিগত সফরের নাম দেওয়া হয়েছে ‘গোট (গ্রেটেস্ট অব অল টাইম) ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’। আর্জেন্টাইন ফরোয়ার্ডের ভারত সফরের আয়োজনের দায়িত্ব নিয়েছেন সফল ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত।  


সূচি অনুযায়ী, ১৩ ডিসেম্বর মেসি কলকাতায় সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠানে অংশ নেবেন। একই দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তিনি হায়দরাবাদে আরেকটি অনুষ্ঠানে যোগ দেবেন। ১৪ ডিসেম্বর মুম্বাইয়ে স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, এরপর দিল্লিতে স্থানীয় সময় বেলা ১টায় তার অনুষ্ঠান শুরু হবে।  


মেসি সর্বশেষ ভারত সফরে গিয়েছিলেন ২০১১ সালে। তখন তিনি কলকাতার সল্ট লেকে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে অংশ নিয়েছিলেন। ভারত সফরে মেসি ফের ভারতের ভক্তদের সঙ্গে সরাসরি মিশবেন এবং দেশটির বিভিন্ন শহরে ভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন।  


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন