Friday, December 5, 2025

১৩৫ ম্যাচে বাবরের ব্যাটিংয়ে ১০ বার শূন্য রানের রেকর্ড


ছবিঃ পাকিস্তান ও শ্রীলঙ্কার টি-টোয়েন্টি ম্যাচের (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

১০ মাসের বিরতির পর পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরলেন বাবর আজমকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অসাধারণ কিছু ইনিংস খেললেও সম্প্রতি এক লজ্জাজনক রেকর্ডে নাম লেখালেন এই পাকিস্তানি ব্যাটার।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ত্রিদেশীয় সিরিজের শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তান মুখোমুখি হয় শ্রীলঙ্কার। রোমাঞ্চকর ম্যাচে মাত্র ৭ রানের ব্যবধানে জিতে ফাইনালে উঠে যায় লঙ্কান দল।

ম্যাচে বাবর আজম মাত্র দুই বল খেলতে সক্ষম হন। দুষ্মন্ত চামিরার বলে এলবিডব্লিউ হয়ে তিনি সাজঘরে ফেরেন। এতে করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০বার শূন্য রানে আউট হওয়ার রেকর্ডে বাবর এখন পাকিস্তানের শীর্ষে। এর আগে এই রেকর্ডে বাবরের সঙ্গে সাইম আইয়ুব ও উমর আকমল যৌথভাবে শীর্ষে ছিলেন।

পরিসংখ্যান অনুযায়ী, বাবর আজম ১৩৫ ম্যাচে ১২৮ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন এবং প্রতি ১২.৮ ইনিংসে একবার করে শূন্য রানে আউট হয়েছেন। সাইম আইয়ুব ৫৩ ইনিংসে ১০বার শূন্য রানে আউট হয়েছেন, আর উমর আকমল ৭৯ ইনিংসে একই রেকর্ডের অংশ।

বাবরের এই রেকর্ডে ৮বার শূন্য রানে আউট হওয়ার কৃতিত্ব রয়েছে শহীদ আফ্রিদির, আর সাতবার শূন্য রানে আউট হওয়ার তালিকায় যৌথভাবে রয়েছে কামরান আকমল, মোহাম্মদ হাফিজ ও মোহাম্মদ নাওয়াজ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন