Friday, December 5, 2025

হংকংয়ে শতবর্ষের সর্বশেষ ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯৪ জনের মৃত্যু, ২৭৯ নিখোঁজ


ছবিঃ হংকংয়ের হাই-রাইজ আবাসিক ভবনে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে পৌঁছেছে। (সংগৃহীত । আল জাজিরা)

আন্তর্জাতিক ডেস্ক। PNN 

হংকংয়ের তাই পো এলাকায় বুধবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯৪ জন নিহত ও ২৭৯ জন নিখোঁজ রয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, এই অগ্নিকাণ্ড শত বছরের মধ্যে শহরের সবচেয়ে প্রাণঘাতী ঘটনা হিসেবে ধরা হচ্ছে। ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল এখনও আগুন নিয়ন্ত্রণে আনতে এবং আটকে পড়া মানুষদের উদ্ধার করতে তৎপর। এ ঘটনায় প্রায় ৭৬ জন আহত হয়েছেন।

তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট হাউজিং এস্টেটে এই আগুনের সূত্রপাত হয় বিকেল ২:৫১ মিনিটে। সূত্রপাত ঘটে বাম্বু (বাঁশ) দিয়ে তৈরি স্ক্যাফোল্ডিংয়ে। এই স্ক্যাফোল্ডিং অত্যন্ত দাহ্য হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, আশেপাশের সব ভবনেও। এছাড়া সব ভবন সংস্কারের জন্য সবুজ নেটিং দিয়ে ঢেকে রাখা ছিল, যা আরও দ্রুত আগুন ছড়িয়ে পড়তে সহায়তা করে।

স্থানীয় মিডিয়ার তথ্য অনুযায়ী, বিকেল ৩:৩৪ মিনিটে অগ্নিকাণ্ডকে লেভেল ফোর অ্যালার্মে এবং বিকেল ৬:২২ মিনিটে লেভেল ফাইভ অ্যালার্মে উন্নীত করা হয়, যা হংকংয়ের সর্বোচ্চ সতর্কতা।

ওয়াং ফুক কোর্টে ৮টি হাই-রাইজ ভবন রয়েছে, যেখানে মোট ১,৯৮৪টি ফ্ল্যাট। স্থানীয় জনগণ অনুযায়ী, প্রায় ৪০ শতাংশ বাসিন্দা ৬৫ বছরের বেশি বয়সের। তাই দ্রুত ছড়িয়ে পড়া আগুনে অনেক বাসিন্দা প্রাণ হারিয়েছেন। এছাড়া উদ্ধারকারীদের পৌঁছানোও কঠিন হয়ে পড়েছে।

বাম্বু স্ক্যাফোল্ডিং এবং সবুজ নেটিং দ্রুত দাহ্য হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পলিস্টাইরিন ফোম এবং অগ্নি-প্রতিরোধক নন এমন অন্যান্য নির্মাণ সামগ্রীও আগুনকে আরও বিস্তারিত করেছে।

হংকং পুলিশ দুইজন নির্মাণ কোম্পানির পরিচালক এবং এক জন প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে। কর্মকর্তারা বলছেন, নির্মাণ সংস্থার দায়িত্বশীলদের গাফিলতি এই ভয়াবহ দুর্ঘটনার মূল কারণ।

হংকংয়ের প্রধান নির্বাহী জন লি ঘোষণা করেছেন, সব হাউজিং এস্টেটের সংস্কার কাজের নিরাপত্তা পরীক্ষা করা হবে। নিহতদের মধ্যে একজন ফায়ারফাইটারও রয়েছেন।

হংকং ফায়ার সার্ভিস ১,২০০ জন ফায়ার ও অ্যাম্বুলেন্স কর্মী মোতায়েন করেছে। দুর্ঘটনাগ্রস্ত প্রতিটি পরিবারকে জরুরি তহবিল হিসেবে ১০,০০০ হংকং ডলার প্রদান করা হবে। সরকার ৩০০ মিলিয়ন হংকং ডলার তহবিলও গঠন করেছে যাতে পরিবারগুলো দুই সপ্তাহ পর্যন্ত হোটেল বা যুব হোস্টেলে থাকতে পারে।

এদিকে স্থানীয়রা পুনরায় কাজ ও স্কুলে ফিরতে শুরু করেছেন, তবে উদ্ধারকাজ এখনও চলমান।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন