Friday, December 5, 2025

পোলট্রি খাত বিপর্যয়ের মুখে: বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন ডিম ও মুরগি উৎপাদন বন্ধের হুঁশিয়ারি


ফাইল ছবিঃ মুরগি ও ডিম (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

কর্পোরেট সিন্ডিকেটের দাপটে পোলট্রি খাত সংকটাপন্ন হওয়ায় এবং প্রান্তিক খামারিদের স্বার্থ রক্ষার দাবিতে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ) শনিবার (১ নভেম্বর) থেকে সারা দেশে ডিম ও মুরগি উৎপাদন বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিপিএ জানিয়েছে, খাতটি ধ্বংসের মুখে রয়েছে, যা প্রায় ৫০ থেকে ৬০ লাখ মানুষের কর্মসংস্থানের ওপর প্রভাব ফেলতে পারে। উল্লেখ্য, এই সংখ্যার মধ্যে ৪০ শতাংশ নারী ও ৬০ শতাংশ শিক্ষিত বেকার যুবক।

বিপিএ দাবি করেছে, সরকারের নীরবতা এবং কর্পোরেট সিন্ডিকেটের প্রভাবের কারণে আন্তর্জাতিক বাজারে ফিডের কাঁচামালের দাম স্থিতিশীল থাকলেও বাংলাদেশে তা লাগামহীনভাবে বেড়েছে। ফিড, বাচ্চা, মেডিসিন ও ভ্যাকসিনের দাম বাড়ার কারণে প্রান্তিক খামারিরা প্রতিদিন ক্ষতির মুখে পড়ছে।

বিপিএ ৭ দফা দাবি তুলে ধরেছে, যার মধ্যে রয়েছে:

  1. কর্পোরেট সিন্ডিকেট ভেঙে দিয়ে ফিড, বাচ্চা, মেডিসিন ও ভ্যাকসিনের দাম সরকার নির্ধারণ করবে।

  2. স্বচ্ছ ও ন্যায্য বাজারব্যবস্থা নিশ্চিত করা।

  3. প্রান্তিক খামারিদের সংগঠন নীতিনির্ধারণ পর্যায়ে অন্তর্ভুক্ত করা।

  4. ফিড, বাচ্চা ও ওষুধের বাজারে নিয়মিত অডিট ও প্রতিবেদন প্রকাশ করা।

  5. উৎপাদন খরচ অনুযায়ী ১০% লাভ যুক্ত করে ডিম ও মুরগির ন্যায্য দাম নির্ধারণ।

  6. ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য জামানতবিহীন ঋণ, প্রণোদনা ও ভর্তুকি প্রদান।

  7. নীতিনির্ধারণী পর্যায়ের দুর্নীতিগ্রস্ত ও কর্পোরেটপন্থী কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা।

বিপিএ’র মহাসচিব জানান, এই দাবিগুলো বাস্তবায়ন না হলে প্রান্তিক খামারিদের পক্ষে খাত রক্ষার জন্য ধাপে ধাপে উৎপাদন বন্ধের পদক্ষেপ নেয়া হবে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, খাতটি ধ্বংসের পথে চলে গেলে দেশের সবচেয়ে বড় কৃষিভিত্তিক খাতের ওপর মারাত্মক প্রভাব পড়বে।

বিপিএ মনে করে, সরকারের নীরবতা এবং কর্পোরেট সিন্ডিকেটের একচেটিয়াভাবে বাজার দখলের কারণে প্রান্তিক খামারিরা টিকে থাকার লড়াই চালাচ্ছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারের সক্রিয় হস্তক্ষেপ এবং ন্যায্য বাজার ব্যবস্থা জরুরি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন