Friday, December 5, 2025

জুলাই সনদ বাস্তবায়নে জটিলতায় সরকার, গণভোট ও নির্বাচনের সময় নিয়ে অনিশ্চয়তা


ছবিঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার তাঁর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

রাজনৈতিক দলগুলোর তীব্র মতবিরোধের কারণে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে সরকার পড়েছে জটিলতায়। সনদ বাস্তবায়নের কাঠামো ও গণভোটের সময় নির্ধারণ নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে সূত্র বলছে, সরকার দ্রুতই এ বিষয়ে পদক্ষেপ নিতে যাচ্ছে।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী অধ্যাপক মুহাম্মদ ইউনূস সদস্যদের মতামত জানতে চান—জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট একসঙ্গে আয়োজন করা হবে কি না। অধিকাংশ উপদেষ্টা একযোগে ভোট আয়োজনের পক্ষে মত দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত রেখেছেন প্রধান উপদেষ্টা।

অন্যদিকে, জাতীয় ঐকমত্য কমিশন গত মঙ্গলবার সনদ বাস্তবায়নের জন্য সরকারের কাছে যে সুপারিশ দিয়েছে, সেখানে বলা হয়েছে—সংবিধান সংশোধনসংক্রান্ত প্রস্তাবগুলো গণভোটের মাধ্যমে পাস করিয়ে ২৭০ দিনের মধ্যে সংসদীয় সংস্কার সম্পন্ন করা উচিত। কিন্তু এই গণভোট কখন হবে, সে সিদ্ধান্ত সরকারের ওপর ছেড়ে দিয়েছে কমিশন।

এদিকে, বিএনপি ও কিছু রাজনৈতিক দল গণভোট আয়োজনের আগে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নিয়েই প্রশ্ন তুলেছে। তাদের দাবি, সংবিধান অনুযায়ী এমন কোনো আদেশ জারির অধিকার অন্তর্বর্তী সরকারের নেই। অপরদিকে জামায়াতে ইসলামীসহ কয়েকটি দল নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনের দাবিতে আন্দোলনে রয়েছে।

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বলেন, “২৭০ দিনের আলোচনার পরও রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভাজন রয়ে গেছে, তা গভীর উদ্বেগের বিষয়। সনদ বাস্তবায়নের পথ এখন এক কঠিন চ্যালেঞ্জে পরিণত হয়েছে।”

তিনি আরও জানান, সরকার এখন দুটি বিকল্প বিবেচনা করছে—নির্বাচনের সঙ্গে গণভোট আয়োজন করা, নাকি আলাদাভাবে আগে করা। “যেভাবেই হোক, আমরা দ্রুত সিদ্ধান্ত নেব এবং সিদ্ধান্তে দৃঢ় থাকব,” বলেন আসিফ নজরুল।

অন্তর্বর্তী সরকারের পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “প্রস্তাবগুলো সরকার গুরুত্ব সহকারে বিশ্লেষণ করছে। খুব শিগগিরই সনদ বাস্তবায়নের রূপরেখা ও গণভোটের সময় ঘোষণা করা হবে।”

সরকারের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, ফেব্রুয়ারির প্রথম দিকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে। তবে নির্বাচনের সঙ্গে গণভোট একসঙ্গে হলে তা দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে বলে মনে করছে পর্যবেক্ষক মহল।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন