Friday, December 5, 2025

সংস্কারের বিরোধিতা মানেই জাতীয় অগ্রগতির বিরোধিতা: লাকসামে এনসিপির পথসভায় হাসনাত আবদুল্লাহ


ছবিঃ এনসিপির পথসভায় হাসনাত আবদুল্লাহ। (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “একটি দল জুলাই সনদে স্বাক্ষর করেছে, অথচ এখন সেই স্বাক্ষরের বিপক্ষে অবস্থান নিয়েছে। এটি রাজনৈতিক ভণ্ডামির স্পষ্ট উদাহরণ।”

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার লাকসাম সদরের বাইপাস এলাকায় এনসিপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নাম উল্লেখ না করেই এ মন্তব্য করেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, “যারা জুলাই সনদে স্বাক্ষর করেছে, তারা তখন জাতীয় স্বার্থে একমত হয়েছিল। এখন তারা সেই চুক্তি থেকে সরে গিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। এটা যেন বিয়ের কাবিনে স্বাক্ষর করে পরে বলে, সংসার করব না। কাবিনে স্বাক্ষর করলে সংসারও করতে হবে—রাজনীতির ক্ষেত্রেও তাই।”

তিনি আরও বলেন, “যারা জাতীয় স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারা আবারও জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করবে। সংস্কারের বিরোধিতা মানে জাতির অগ্রগতির বিরুদ্ধে অবস্থান নেওয়া। জনগণকে এদের চিহ্নিত করতে হবে।”

এনসিপি নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা এখন ‘না’-এর রাজনীতি করছে, তারাই একসময় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিরোধিতা করেছে। এদের উদ্দেশ্য জনগণের কল্যাণ নয়, বরং নিজেদের স্বার্থ রক্ষা করা।”

পথসভায় বিশেষ অতিথি ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ। সভাপতিত্ব করেন লাকসাম উপজেলা প্রধান সমন্বয়ক আল মাহমুদ (ফজলে রাব্বী)।

সভায় আরও বক্তব্য দেন জুলাই আন্দোলনের শহীদ লাকসামের জিসানের নানা জাবেদ মিয়া, এনসিপির কেন্দ্রীয় সংগঠক সালাউদ্দিন জাবের, উপজেলা সমন্বয়ক আরিফুল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন মোস্তাফিজুর রহমান ও মো. আশিকুল ইসলাম।

পথসভা শেষে এনসিপির নেতারা লাকসাম সদরে জনমত গঠনে প্রচারপত্র বিতরণ করেন। অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে এনসিপির লাকসাম উপজেলা কার্যালয় উদ্বোধন করেন হাসনাত আবদুল্লাহ।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, ঐকমত্য কমিশনের সংস্কার বাস্তবায়ন নিয়ে বিএনপি ও এনসিপির অবস্থানের পার্থক্য এখন দক্ষিণাঞ্চলের রাজনীতিতেও স্পষ্ট হয়ে উঠেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন