Monday, January 19, 2026

পেঁয়াজের দাম বৃদ্ধিতে আমদানির সুপারিশ করেছে ট্যারিফ কমিশন


ফাইল ছবিঃ পেঁয়াজ (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সীমিত পরিমাণে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার সুপারিশ করেছে। কমিশন জানিয়েছে, প্রতি কেজি পেঁয়াজের দাম ১১০ টাকা অতিক্রম করলে দ্রুত আমদানির ব্যবস্থা করা যেতে পারে।

ট্যারিফ কমিশন গত বৃহস্পতিবার বাণিজ্যসচিব ও কৃষিসচিবকে চিঠি প্রদান করে এই সুপারিশ করেছে। সম্প্রতি স্থানীয় বাজারে পেঁয়াজের দাম দ্রুত বেড়ে যাওয়ায় সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করে কমিশন এই সিদ্ধান্তে এসেছে।

রাজধানীর বাজারে শুক্রবার প্রতি কেজি পেঁয়াজের দাম ১১০–১২০ টাকা পর্যায়ে বিক্রি হয়েছে। কমিশনের চেয়ারম্যান মইনুল খান প্রথম আলোর কাছে বলেন, “কিছু মধ্যস্বত্বভোগী কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। পেঁয়াজের দাম এই সময়ে সাধারণত ৯০ টাকার মধ্যে থাকা উচিত, কিন্তু বর্তমানে ১১৫ টাকার ওপরে বিক্রি হচ্ছে। অন্যদিকে পার্শ্ববর্তী দেশে পেঁয়াজের দাম মাত্র ৩০ টাকার কাছাকাছি।”

কমিশন মনে করছে, সীমিত পরিমাণে পেঁয়াজ আমদানির সুযোগ দিলে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমবে এবং ভোক্তারা যৌক্তিক মূল্যে পেঁয়াজ কিনতে পারবেন। এছাড়া, কমিশন জানিয়েছে যে উচ্চ মূল্যের সুবিধা সরাসরি কৃষকের কাছে পৌঁছাচ্ছে না।

বাংলাদেশে পেঁয়াজের প্রধান উৎস দেশ ভারত, যা থেকে মোট আমদানি ৯৯ শতাংশ। এছাড়া তুরস্ক, পাকিস্তান, মিয়ানমার, চীন ও মিসর থেকেও পেঁয়াজ আমদানি হয়। গত অর্থবছরে দেশে ৪৪ লাখ ৪৮ হাজার টন পেঁয়াজ উৎপাদন হলেও সংরক্ষণ সমস্যার কারণে বাজারে এসেছে মাত্র ৩৩ লাখ টন। একই সময়ে পেঁয়াজ আমদানি হয়েছে ৪ লাখ ৮৩ হাজার টন, যার ওপর ১০ শতাংশ শুল্ক প্রযোজ্য।

ট্যারিফ কমিশন আশা করছে, এই পদক্ষেপের মাধ্যমে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে থাকবে এবং ক্রেতাদের সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন