- ০৪ ডিসেম্বর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
৮৯৪ দিন পর বার্সেলোনার ঐতিহ্যবাহী ক্যাম্প ন্যু স্টেডিয়াম ফের স্টেডিয়ামের প্রাণ ফিরে পেল। শুক্রবার ২৩ হাজার সমর্থকের উপস্থিতিতে স্টেডিয়ামে উন্মুক্ত অনুশীলন সেশন অনুষ্ঠিত হয়। এটি বার্সার জন্য ক্যাম্প ন্যুতে মাঠে ফেরার পথে বড় একটি ধাপ হিসেবে দেখা হচ্ছে।
স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু হয় ২০২৩ সালের জুনে, যার মোট ব্যয় প্রায় ১.৩ বিলিয়ন ইউরো। ২০২৩ সালের পর থেকে বার্সেলোনা অস্থায়ীভাবে অলিম্পিক স্টেডিয়ামে খেলা শুরু করেছিল। শুক্রবারের অনুশীলন সেশনটি ছিল এক ধরণের পরীক্ষামূলক আয়োজন, যা আগামী মাসে আনুষ্ঠানিক ম্যাচ আয়োজনের প্রস্তুতি হিসেবে অনুষ্ঠিত হয়।
ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা জানিয়েছেন, লা লিগায় প্রথম ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে ২২ নভেম্বর অ্যাথলেটিক বিলবাও বা এক সপ্তাহ পর ২৯ নভেম্বর আলাভেসের বিপক্ষে। যদি দুই তারিখেই মাঠে খেলা সম্ভব না হয়, তবে ২ ডিসেম্বর আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে ফেরার পরিকল্পনা রয়েছে।
অনুশীলন সেশনে মাঠে নামেন কোচ হ্যান্সি ফ্লিক, নিজেই প্রথম শটটি মারেন এবং নতুন স্টেডিয়ামে উদ্যাপনের সূচনা করেন। এছাড়া তরুণ তারকা লামিনে ইয়ামাল এবং অন্যান্য খেলোয়াড়রাও অনুশীলনে অংশ নেন।
এবার লা লিগা বার্সাকে ২৫,৯৯১ দর্শক নিয়ে খেলার অনুমতি দিয়েছে। তবে বার্সা চাইছে, ধাপে ধাপে দর্শক ক্ষমতা বাড়িয়ে ৪৫,৪০১ দর্শক পর্যন্ত খেলোয়াড় ও সমর্থক মিলিয়ে খেলা আয়োজন করতে। ধারণা করা হচ্ছে, স্টেডিয়ামের পুরো সংস্কার কাজ ২০২৭ সালে শেষ হবে এবং শেষ পর্যন্ত দর্শক ধারণক্ষমতা পৌঁছাবে ১,০৫,০০০ আসনে।
বার্সেলোনার সমর্থকরা উন্মুক্ত অনুশীলনের এই মুহূর্তকে উল্লাসের সঙ্গে উদযাপন করেছেন। ক্লাবের জন্য ক্যাম্প ন্যুতে মাঠে ফেরার এই পদক্ষেপ নতুন যুগের সূচনা হিসেবে গণ্য হচ্ছে।