- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | পটুয়াখালী :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এক অধ্যাপককে লাঞ্ছিত এবং কয়েকজন শিক্ষার্থীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিক পরিবহনের এক বাসের চালক ও হেলপারের বিরুদ্ধে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা দেখা দিয়েছে। শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে পরিবহনের একটি বাস আটকে রেখেছেন।
ঘটনা ঘটে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কুয়াকাটা থেকে ঢাকাগামী একটি ইউনিক পরিবহনের বাসে (ঢাকা মেট্রো-ব ১৪-৮৭৭৫)। যাত্রীদের অভিযোগ, শুরু থেকেই চালক মো. জসিম বেপরোয়া ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা আপত্তি জানালে তিনি তা উপেক্ষা করেন। গোপালগঞ্জের বড়ইতলা এলাকায় এ নিয়ে বিতর্ক হলে পবিপ্রবির অধ্যাপক আসাদুজ্জামান প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে চালক তাঁর ওপর চড়াও হন এবং লাঞ্ছিত করার চেষ্টা করেন।
এ সময় শিক্ষার্থী মুহিব, সাগর ও আরিফ প্রতিবাদ জানালে হেলপার শাকিল তাদের অকথ্য ভাষায় গালাগাল করেন এবং প্রকাশ্যে হত্যার হুমকি দেন। যাত্রীদের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হলেও ঢাকায় পৌঁছানোর পর উত্তেজনা ফের দেখা দেয়। শিক্ষার্থীরা নামতে চাইলে হেলপার লাঠি নিয়ে তাঁদের মারতে উদ্যত হন এবং ভয় দেখান।
এ ঘটনার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে পবিপ্রবি শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা পাগলা মোড়ে ইউনিক পরিবহনের একটি বাস আটকে রেখে দায়ীদের শাস্তি দাবি করেন। শিক্ষার্থীদের অভিযোগ, দুঃখ প্রকাশ ও কঠোর ব্যবস্থা নেওয়ার নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত তাঁরা বাস ছেড়ে দেবেন না।
অধ্যাপক আসাদুজ্জামান জানান, তিনি কেবল নিরাপদে গাড়ি চালানোর অনুরোধ করেছিলেন, কিন্তু চালক ক্ষিপ্ত হয়ে তাঁকে গালাগাল ও হুমকি দেন।
ইউনিক পরিবহনের জেনারেল ম্যানেজার এম এ মিন্টু বলেন, “চালক জসিমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে। এ ধরনের আচরণ আমাদের পরিবহন নীতির পরিপন্থী।”