Tuesday, October 14, 2025

রাজধানীতে ঝটিকা মিছিল পরিকল্পনার অভিযোগে সাবেক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আট নেতাকর্মী গ্রেপ্তার


প্রতীকী ছবিঃ গ্রেফতার (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আট নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে।

ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন ধানমন্ডিতে ঝটিকা মিছিলের মূল পরিকল্পনাকারী হিসেবে পরিচিত সজীবুল ইসলাম ওরফে হৃদয়। বুধবার ভোর থেকে গভীর রাত পর্যন্ত ধাপে ধাপে রাজধানী ও আশপাশের এলাকায় এসব অভিযান পরিচালনা করে ডিবি।

গ্রেপ্তার অন্যদের মধ্যে আছেন—পল্টন থানা আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য মো. শাহাদত নবী খোকা, ওয়ারী থানা ছাত্রলীগের সহসভাপতি আবদুল্লাহ বিন আজিজ, লালবাগ থানা স্বেচ্ছাসেবক লীগের কর্মী মো. রায়হান ওরফে পলিন, শেরেবাংলা নগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান মানিক, কলাবাগান থানা আওয়ামী লীগের সভাপতি মো. জামিল হোসেন পলাশ, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা এবং কিশোরগঞ্জের নিকলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কারার শাহরিয়ার আহমদ।

ডিএমপি জানায়, তাঁদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অভিযোগে বলা হয়েছে, তাঁরা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা, আতঙ্ক সৃষ্টি এবং ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছিলেন। গ্রেপ্তার আটজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন