Monday, January 19, 2026

পাচারকৃত অর্থ উদ্ধারে দেশে–বিদেশে ৬৬ হাজার কোটি টাকার সম্পদ অবরুদ্ধ


প্রতীকী ছবিঃ অর্থ পাচারের (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বিদেশে পাচার করা অর্থ ও সম্পদ উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে দেশে ও বিদেশে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পত্তি সংযুক্ত ও অবরুদ্ধ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশে ৫৫ হাজার ৬৩৮ কোটি টাকা এবং বিদেশে ১০ হাজার ৫০৮ কোটি টাকা মূল্যের সম্পদ জব্দ বা অবরুদ্ধ করা হয়েছে। সব মিলিয়ে এর পরিমাণ দাঁড়িয়েছে ৬৬ হাজার ১৪৬ কোটি টাকা।

বুধবার অনুষ্ঠিত জাতীয় সমন্বয় কমিটির সভা শেষে অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানায়। মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে নীতি নির্ধারণ, আইনগত সংস্কার এবং বাস্তবায়ন জোরদারের লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সভায় সিদ্ধান্ত হয়, বিদেশে পাচার করা অর্থ ও সম্পদ উদ্ধারের প্রক্রিয়া আরও কার্যকর করতে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর কয়েকটি ধারা সময়োপযোগী করে সংশোধন করা হবে।

অর্থ মন্ত্রণালয় জানায়, পাচারকৃত অর্থ উদ্ধারের জন্য অগ্রাধিকারভিত্তিতে চিহ্নিত ১১টি মামলার অগ্রগতি সভায় পর্যালোচনা করা হয়। এসব মামলার তদন্তে গঠিত যৌথ অনুসন্ধান ও তদন্ত দল ইতোমধ্যে ১০৪টি মামলা দায়ের করেছে। এর মধ্যে ১৪টি মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে এবং ৪টি মামলার রায়ও দিয়েছেন আদালত।

এ ছাড়া এসব অগ্রাধিকার মামলার প্রেক্ষিতে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে আইনি সহায়তা চেয়ে ২১টি এমএলএআর (Mutual Legal Assistance Request) পাঠানো হয়েছে। দ্রুত চার্জশিট দাখিল, এমএলএআর প্রক্রিয়া জোরদার এবং মামলা নিষ্পত্তিতে গতি আনতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়।

সভায় আরও জানানো হয়, মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশের অগ্রগতি মূল্যায়নের লক্ষ্যে এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানিলন্ডারিং (এপিজি) ২০২৭–২৮ মেয়াদে চতুর্থ দফা মিউচুয়াল ইভ্যালুয়েশন পরিচালনা করবে। এ মূল্যায়নকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থাকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

সভায় দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, আইন ও নিরাপত্তা সংস্থার শীর্ষ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন