- ১৯ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা যাচ্ছে, বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ দশমিক ৫৭ বিলিয়ন মার্কিন ডলারে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ১৮ ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী দেশের মোট বা গ্রস রিজার্ভের পরিমাণ ৩২ হাজার ৫৭৩ দশমিক ৩১ মিলিয়ন ডলার।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে একই সময়ে দেশের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৭৫ দশমিক ৭০ মিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এর আগের দিন অর্থাৎ ১৭ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩২ হাজার ৪৮২ দশমিক ৮৮ মিলিয়ন ডলার। সে সময় বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৭ হাজার ৮১৭ দশমিক ৮৬ মিলিয়ন ডলার। একদিনের ব্যবধানে উভয় হিসাবেই রিজার্ভে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে নিট বা প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয়। এ ক্ষেত্রে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে নিট রিজার্ভের পরিমাণ হিসাব করা হয়।
কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্টরা মনে করছেন, রিজার্ভের এই ধারা দেশের বৈদেশিক লেনদেন ও আর্থিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করছে।