Monday, January 19, 2026

পিএসএলের সূচির কারণে দুই পর্বে বাংলাদেশ–পাকিস্তান সিরিজ


ছবিঃ মার্চ–এপ্রিলে পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশ সফরের কথা রয়েছে পাকিস্তান ক্রিকেট দলের (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

আগামী বছরের মার্চ–এপ্রিলে পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশ সফরের কথা রয়েছে পাকিস্তান ক্রিকেট দলের। তবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সময়সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় এই সিরিজ নির্ধারিত সময়ে একটানা অনুষ্ঠিত হচ্ছে না। পরিবর্তে সিরিজটি দুই ধাপে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিরিজটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুটি টেস্ট ম্যাচের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলার পরিকল্পনা রয়েছে। ম্যাচের সংখ্যা অপরিবর্তিত থাকলেও সময়সূচিতে আসছে রদবদল।

সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পিএসএলের সূচি ঘোষণা করে। আগামী ২৬ মার্চ শুরু হয়ে ৩ মে পর্যন্ত চলবে এই ফ্র্যাঞ্চাইজি লিগ। ফলে ওই সময়ের মধ্যে পাকিস্তান দলের পূর্ণ শক্তির সফর সম্ভব না হওয়ায় বাংলাদেশের বিপক্ষে সিরিজ অন্যভাবে আয়োজনের প্রস্তাব দেয় পিসিবি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, পিএসএলের আগে ও পরে দুই ভাগে সিরিজ আয়োজনের প্রস্তাবকে ইতিবাচকভাবেই দেখছে বোর্ড। এ বিষয়ে দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, পিএসএলের সময়সূচির কারণে পাকিস্তান সিরিজের সময় কিছুটা পরিবর্তন করতে হচ্ছে। তিনি জানান, টুর্নামেন্ট শুরুর আগে ও শেষ হওয়ার পর—এই দুই পর্বে ভাগ করে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজ অনুষ্ঠিত হবে।

বিসিবি আশাবাদী, সময়সূচির এই সমন্বয়ের মাধ্যমে দুই দলের অংশগ্রহণ নিশ্চিত করা যাবে এবং ক্রিকেটপ্রেমীরা নির্ধারিত সব ম্যাচ উপভোগ করতে পারবেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন