Tuesday, October 14, 2025

অতিরিক্ত বর্ষণে মরিচের দাম ছুঁয়েছে আকাশ, ভারত থেকে আমদানি বেড়েছে


ছবিঃ মরিচ (সংগৃহীত)

ঢাকা: অতিরিক্ত বর্ষণের কারণে সারাদেশে কাঁচা মরিচের উৎপাদন কমে যাওয়ায় চাহিদা মেটাতে ভারতের বাজার থেকে মরিচ আমদানি বেড়েছে। গত এক মাসে কেবল বেনাপোল স্থল বন্দর দিয়ে ১,৫২১ মেট্রিক টন মরিচ দেশে প্রবেশ করেছে।

তবে আমদানি করা মরিচের দাম খুচরা বাজারে চড়া। যেখানে বেনাপোল বন্দরে প্রতি কেজি মরিচের দাম সর্বোচ্চ ৮০ থেকে ৮৫ টাকা, সেখানে বাজারে তা বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকায়। এতে ক্রেতারা ক্ষুব্ধ হয়েছেন।

বেনাপোলের কাঁচা মরিচ আমদানিকারক হাফিজ আহমেদ জানিয়েছেন, ভারতের মহারাষ্ট্র থেকে মরিচ আনা হচ্ছে। খরচ বাদেও তারা কম লাভে বিক্রি করছেন। কিন্তু খুচরা বাজারে দাম কয়েকগুণ বেড়ে যাচ্ছে।

বেনাপোল আমদানি-রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, “সরকারি শুল্ক কমানো হলে আমদানি ব্যয় কমবে, বাজারে দামও কমবে এবং ক্রেতারা কম মূল্যে মরিচ কিনতে পারবেন।”

স্থানীয় ব্যবসায়ী আনন্দ বলেন, “আমদানি করা মরিচগুলো সাধারণত বিভাগীয় ও জেলা শহরে চলে যাওয়ায় স্থানীয় বাজারে দাম ঊর্ধ্বমুখী। আমদানি আরও বাড়লে দাম নিয়ন্ত্রণে আসবে।”

বেনাপোল স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, “চাহিদা বাড়ায় ভারতের বাজার থেকে কাঁচা মরিচ আমদানি বেড়েছে। বন্দরে দ্রুত পরীক্ষা-নিরীক্ষার পর ছাড়পত্র দিয়ে আমদানিকারকরা দ্রুত বাজারে সরবরাহ নিশ্চিত করতে পারেন।”

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন