- ১৩ অক্টোবর, ২০২৫
ঢাকা: আসন্ন এশিয়া কাপের আগে ভারতীয় ক্রিকেট দলের জন্য ধাক্কা খেল। অসুস্থতার কারণে দুলীপ ট্রফি থেকে ছিটকে গেছেন ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিল। চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন, যার ফলে তার এশিয়া কাপের খেলার সম্ভাবনা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
শুভমান গিল দুলীপ ট্রফিতে উত্তরাঞ্চলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) তাকে সহ-অধিনায়ক করে এশিয়া কাপের দল ঘোষণা করেছিল। তবে টুর্নামেন্ট শুরুর আগে অসুস্থতা ভারতের শিবিরে উদ্বেগ বাড়িয়েছে।
ক্রিকবাজ ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, গিল বর্তমানে চণ্ডিগড়ে নিজের বাড়িতে রয়েছেন এবং তার অসুস্থতার প্রকৃত বিস্তারিত জানানো হয়নি। বিসিসিআই এবং উত্তরাঞ্চল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন, দুলীপ ট্রফিতে তার খেলার সম্ভাবনা নেই।
ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর জানিয়েছেন, এশিয়া কাপে ফর্মে থাকা ব্যাটারকে ঝুঁকিতে ফেলা যাবে না। ফলে দুলীপ ট্রফিতে উত্তরাঞ্চলকে তার ছাড়া খেলতে হবে।
দুলীপ ট্রফি আগামী ২৯ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এশিয়া কাপের খেলা শুরু হবে ৯ সেপ্টেম্বর থেকে। শুভমান গিল শুধুমাত্র প্রথম ম্যাচ খেলতে পারার কথা ছিল, কিন্তু এখন সেটিও সম্ভব নয়।