- ১৩ অক্টোবর, ২০২৫
ঢাকা: অনিশ্চয়তা ও আইনি জটিলতার পর এবার নিশ্চিত হয়ে গেল, নভেম্বরে ভারতের কেরালায় ফিফা প্রীতি ম্যাচ খেলতে আসছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। লিওনেল মেসির নেতৃত্বে বিশ্ব চ্যাম্পিয়নরা ভারতে খেলবে বলে শুক্রবার আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে।
আগের ঘোষণা অনুযায়ী, নভেম্বরের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা তিনটি ম্যাচ খেলবে। এর মধ্যে একটি ম্যাচ হবে ভারতের কেরালায়, বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে অ্যাঙ্গোলার লুয়ান্ডায়। যদিও ভারতের ম্যাচে প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি।
২০১১ সালের পর আর্জেন্টিনা আবারও ভারতে আসছে। তখন কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলেছিলেন মেসি ও তার সতীর্থরা।
ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে কেরালার সরকার ‘রিপোর্টার’ ব্রডকাস্টিং কোম্পানির মাধ্যমে চুক্তি সম্পন্ন করেছে। সফরের আগে কিছু দিন অনিশ্চয়তা দেখা দিয়েছিল চুক্তির শর্ত নিয়ে বিরোধের কারণে, তবে তা এখন কেটে গেছে।
এছাড়া, মেসি ব্যক্তিগত সফরেও ডিসেম্বর মাসে ভারতে আসবেন। কলকাতা সফরের পর তিনি আহমেদাবাদ, মুম্বাই ও দিল্লিতে যাবেন।
এবারের সফর ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য একটি বড় সুযোগ, যেখানে তারা লিওনেল মেসি এবং বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার খেলোয়াড়দের সরাসরি খেলতে দেখার সুযোগ পাবেন।