Friday, December 5, 2025

অর্থনীতি ধীরে ধীরে স্থিতিশীলতার পথে: ড. সালেহউদ্দিন আহমেদ


ছবিঃ অর্থ উপদেষ্টা অধ্যাপক ড. সালেহউদ্দিন আহমেদ (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে ফিরে আসছে বলে মন্তব্য করেছেন সরকারের অর্থ উপদেষ্টা অধ্যাপক ড. সালেহউদ্দিন আহমেদ। রোববার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে ‘নগদ–ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অর্থ উপদেষ্টা বলেন, “অর্থনীতি ধ্বংস হয়ে গেছে—এমন ধারণা সঠিক নয়। আগস্টের কঠিন সময় পেরিয়ে এখন আমরা অনেক ভালো অবস্থানে আছি। সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে অর্থনৈতিক চাকা আবারও গতিশীল হয়ে উঠছে।” তিনি জানান, রিজার্ভ, রপ্তানি এবং রাজস্ব প্রবাহসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সূচকে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

যদিও অভ্যন্তরীণ কিছু চ্যালেঞ্জ বহাল রয়েছে, তবুও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি আস্থা বাড়ছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, বৈশ্বিক বিভিন্ন সংস্থা ও উন্নয়ন অংশীদাররা বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতিকে স্বীকৃতি দিচ্ছে।

ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে সতর্কতা ও সংযম বজায় রাখার তাগিদ দেন ড. সালেহউদ্দিন। তিনি বলেন, “আমাদের অতীতের কিছু মেগা প্রকল্প বাস্তবে খুব বেশি কার্যকর হয়নি। অনেকগুলো শুধু স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে, অথচ ব্যয় হয়েছে শত শত কোটি টাকা। ভবিষ্যতে এ ধরনের ভুল যেন না হয়, সেদিকে নজর দিতে হবে।”

আগামী কয়েক মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, বর্তমান কাঠামোকে আরও সমন্বিত ও কার্যকর করে তা নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করাই প্রধান দায়িত্ব। এতে করে পরবর্তী সরকার উন্নয়নকে আরও আধুনিকভাবে এগিয়ে নিতে পারবে।

তিনি মনে করেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে সমান গুরুত্ব দেওয়া উচিত। “মানুষ এখন খাদ্যের নিরাপত্তার চেয়েও বেশি প্রত্যাশা করে। একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে এসব খাত শক্তিশালী হতে হবে,” বলেন তিনি।

সাংবাদিকদের ভূমিকা প্রসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, “অনুসন্ধানী প্রতিবেদন ও সত্যনিষ্ঠ সাংবাদিকতা সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে সাহায্য করে। গঠনমূলক সমালোচনা সব সময় উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএপিও–নগদের ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান কায়সার এ. চৌধুরী। এছাড়া বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন