- ০৪ ডিসেম্বর, ২০২৫
স্টাফ রিপোর্ট: PNN
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ রোববার রাজধানীতে দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ–২০২৫ এর অফিসিয়াল ট্রফি উন্মোচন করেছেন। তাঁর সরকারি বাসভবন ‘যমুনা’-তে আয়োজিত এ অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশ নেওয়া বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া নারী কাবাডি বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
আগামী ১৭ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের সব ম্যাচ। এ উপলক্ষে ইতোমধ্যে রাজধানীজুড়ে সাজসজ্জা, লজিস্টিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা প্রস্তুতি জোরদার করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, অংশগ্রহণকারী দেশগুলোর খেলোয়াড়দের আবাসন ও অনুশীলনের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দর্শকদের অংশগ্রহণ নিশ্চিত করতে টিকিটিং ও স্টেডিয়াম ব্যবস্থাপনাও আরও আধুনিক করা হয়েছে।
ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস বলেন, “নারীদের আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে আরও এগিয়ে যেতে বাংলাদেশ একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করেছে। বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে আমরা শুধু কাবাডিকে নয়, নারীর ক্ষমতায়নকেও নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।” তিনি টুর্নামেন্ট সফল করতে সংশ্লিষ্ট সব পক্ষকে ধন্যবাদ জানান এবং অংশগ্রহণকারী দলগুলোর প্রতি শুভকামনা জানান।
এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশসহ মোট ১১টি দেশ—চীনা তাইপে, জার্মানি, ইরান, ভারত, কেনিয়া, নেপাল, পোল্যান্ড, থাইল্যান্ড, উগান্ডা ও জাঞ্জিবার। আট দিনের প্রতিযোগিতায় শীর্ষ দলগুলো মুখোমুখি হওয়ার পাশাপাশি অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে হবে সাংস্কৃতিক বিনিময়।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অনুষ্ঠানে বলেন, “নারী ক্রীড়াবিদদের জন্য বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যেই ফল দিচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেয়েদের সাফল্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।” তিনি জানান, নারী ক্রীড়া বিকাশে সরকার আগের চেয়ে আরও বেশি সম্পৃক্ততা ও সহায়তা প্রদান করছে।
আগামীকাল আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে শুরু হবে এ বছরের নারী কাবাডি বিশ্বকাপ। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ নভেম্বর। আয়োজকদের আশা, এ আয়োজন শুধু কাবাডির জনপ্রিয়তাই বাড়াবে না, বরং বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে আরও দৃঢ় অবস্থানে নিয়ে যাবে।