- ০৪ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক। ঢাকা
ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার ও দীর্ঘদিন কারাবাসের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে জাতীয়তাবাদী ছাত্রদলে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।
রোববার সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক দায়িত্ব পালন, গতিশীল ভূমিকা ও দলের প্রতি নিষ্ঠার মূল্যায়ন হিসেবে খাদিজাতুল কুবরাকে নতুন এই পদে মনোনীত করা হয়েছে।
এ পদায়নের অনুমোদন দিয়েছেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় খাদিজাতুল কুবরা বলেন, ‘ছাত্রদল ৫ আগস্টের আগেও যেমন নির্যাতনের মুখে থেকেছে, পাঁচ আগস্টের পরও শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বেশি কাজ করেছে। একজন নারী কর্মী হিসেবে তারা আমাকে যে সম্মান দিয়েছে, তা আমাকে আরও অনুপ্রাণিত করেছে। আমি বিশ্বাস করি, তাদের সঙ্গে থেকে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারব।’
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খাদিজা দীর্ঘ সময় ধরে আলোচনায় ছিলেন ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হওয়ায়। অনলাইনে সরকারবিরোধী বক্তব্য প্রচার ও রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে ২০২০ সালের অক্টোবরে তাঁর বিরুদ্ধে দুটি মামলা দায়ের হয়।
২০২২ সালে মামলার অভিযোগপত্র গ্রহণ করে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রায় ১৪ মাস কারাভোগের পর ২০২৩ সালের ২০ নভেম্বর তিনি জামিনে মুক্তি পান।
একসময় বিতর্কিত মামলার আসামি থাকলেও মুক্তির পর খাদিজার ছাত্ররাজনীতিতে সক্রিয়তা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তার নেতৃত্বে ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা নতুন উদ্যম পাবে বলে মনে করছেন সংগঠনের অনেক নেতাকর্মী।