Tuesday, October 14, 2025

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন: ৮ মাসে মৌলিক সংস্কার বাস্তবায়নের চেষ্টা


ফাইল ছবিঃ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ (সংগৃহীত। ইন্টারনেট)

অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘমেয়াদী বা মধ্যমেয়াদী নয়, বরং মৌলিক সংস্কারের উপর গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি উল্লেখ করেন, "আমরা আর ৭-৮ মাস আছি। এ সময়ের মধ্যে মৌলিক সংস্কারে যে কয়টা ধরেছি, চেষ্টা করবো সে কয়টা বাস্তবায়নের। প্রধান উপদেষ্টা এবং আমি এ ব্যাপারে খুবই সিরিয়াস।"

বুধবার রাজধানীর একটি হোটেলে বিশ্বব্যাংক ও ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) এর যৌথ আয়োজনে 'এ অ্যান্ড এ সামিট'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, অনেকেই মনে করেন আইএমএফ, বিশ্বব্যাংকসহ দাতাগোষ্ঠীর চাপে সংস্কার করা হচ্ছে, কিন্তু বিষয়টি মোটেও তা নয়। তিনি জোর দিয়ে বলেন, "নিজেদের প্রয়োজনেই আমাদের সংস্কার প্রয়োজন। আমরা সে সংস্কারে কাজ করছি। তবে অনেক বাধা বিপত্তি আসছে, অনেক রকম ব্যাপার-স্যাপার আছে, যা আপনারা বাইরে থেকে বুঝতে পারবেন না।"

অর্থ বিভাগের সচিব খায়রুজ্জামান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবুল মোমেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, বিশ্বব্যাংকের বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর সোলেমান কোলিবেলি প্রমুখ বক্তব্য রাখেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন