- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তির উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন। সোমবার (২৯ এপ্রিল) রাজধানীর পল্টনে অর্থনীতি বিষয়ক রিপোর্টারদের সংগঠন ইআরএফ আয়োজিত ‘আর্থিক খাতে স্বচ্ছতা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
ড. সালেহউদ্দিন বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার ভালো-মন্দ মিলিয়ে কাজ করছে, তবে দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তি অত্যন্ত ভালো।” তিনি আরও সতর্ক করেছেন, অর্থ পাচারকারীরা অত্যন্ত ‘স্মার্ট’, বিভিন্ন কোম্পানি আয়-ব্যয়ে তেলেসমাতি করে পাচার কার্য সম্পন্ন করছে।
সেমিনারে সাবেক বাণিজ্য সচিব শুভাশীষ বসু সংবাদ প্রকাশে তথ্য যাচাই ও বাছাইয়ের গুরুত্ব তুলে ধরেন। পরে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন ইআরএফ ইনস্টিটিউটের উদ্বোধন করেন, যেখানে সাংবাদিকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হবে।