Tuesday, October 14, 2025

জাতীয় নির্বাচনের আগে রাবির ভর্তি পরীক্ষা: জানুয়ারির প্রথম সপ্তাহে সম্ভাবনা


ছবিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | রাজশাহী :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। বিশ্ববিদ্যালয়ের গত বছরের ভর্তি কমিটির তিনজন শিক্ষকের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বিশ্ববিদ্যালয় প্রশাসন নেয়নি।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. ছাইফুল ইসলাম জানিয়েছেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও রমজানের কারণে পরীক্ষা ফেব্রুয়ারির আগেই নেওয়া হতে পারে। তিনি ব্যক্তিগতভাবে জানুয়ারির শুরুতেই পরীক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন। চূড়ান্ত সিদ্ধান্ত ভর্তি পরীক্ষা কমিটির সভায় নির্ধারিত হবে।

এবারের ভর্তি পরীক্ষায় সিলেকশন থাকবে কি না জানতে চাইলে তিনি জানান, সিলেকশন না থাকার সম্ভাবনা বেশি। প্রয়োজনে দুই শিফটের জায়গায় তিন বা চার শিফটে পরীক্ষা নেওয়া হবে। কলা অনুষদের ডিন অধ্যাপক ড. বেলাল হোসেনও জানিয়েছেন, নির্বাচনের আগেই পরীক্ষা সম্পন্ন করা হবে এবং দ্রুত ভর্তি পরীক্ষা কমিটির সভায় সার্বিক সিদ্ধান্ত নেওয়া হবে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন