Tuesday, October 14, 2025

জাতীয় নির্বাচনের প্রভাব: ঢাবির ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দুই মাস এগিয়ে


ছবিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা গত বছরের তুলনায় অন্তত দুই মাস এগিয়ে আসছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের কারণে শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দেওয়ার সুযোগ নিশ্চিত করতে চলতি বছরই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে পরীক্ষা শেষ করার বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত আগামী ৭ অথবা ১২ অক্টোবর কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় নেওয়া হবে।

এই বছর ভর্তি পরীক্ষা স্বাভাবিক সময়সূচিতে ফেরানো হচ্ছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব এবং জুলাই গণঅভ্যুত্থানের কারণে আগের বছরগুলোতে সময়সূচি অনিয়মিত হয়। সাধারণত এইচএসসি ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া শুরু হয়।

গত বছরের অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান দায়িত্ব ছাড়ছেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন তথ্য-প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম। তিনি জানিয়েছেন, অক্টোবরের শুরুতে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় সবকিছু চূড়ান্ত করা হবে। এরপরই এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সঙ্গে সঙ্গে ভর্তি আবেদনের প্রক্রিয়া শুরু হবে এবং ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে।

সূত্র জানিয়েছে, ফেব্রুয়ারির নির্বাচনের কারণে রাজনৈতিক সমাবেশ ও জনসমাগম শিক্ষার্থীদের জন্য সমস্যা তৈরি করতে পারে। তাই এই বছরের ভর্তি পরীক্ষা দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন