- ১৩ অক্টোবর, ২০২৫
সরকার আগামী ১ সেপ্টেম্বর থেকে ওএমএস (অপারেশনাল ম্যান্ডেটরি স্টক) কার্যক্রমের আওতায় আটা প্রতি কেজি ২৪ টাকায় বিক্রি করবে। উপজেলা পর্যায়ে প্রতিদিন এই আটা সাধারণ জনগণের জন্য সরবরাহ করা হবে।
মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং স্বল্প-আয়ের জনগোষ্ঠীর জন্য সুলভ মূল্যে খাদ্য নিশ্চিত করতে বর্তমানে সারা দেশে খোলা বাজারেও খাদ্যশস্য বিক্রি করা হচ্ছে।”
সরকারের এই উদ্যোগের মাধ্যমে খাদ্যশস্যে কৃত্রিম মূল্যবৃদ্ধি রোধ এবং সাধারণ মানুষকে সাশ্রয়ী মূল্যে আটা সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।