Tuesday, October 14, 2025

মূল বেতনের ছয় গুণ প্রণোদনা পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের কর্মীরা


প্রতীকী ছবিঃ বাংলাদেশ ব্যাংক (সংগৃহীত)

বাংলাদেশ ব্যাংকের কর্মীরা এবার মূল বেতনের ছয় গুণ প্রণোদনা পাবেন। মঙ্গলবার (২৭ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের ৪৪৩তম বোর্ড সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

সভায় ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাব বিবরণীও অনুমোদিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।

হিসাব বিবরণী অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের নিট মুনাফা ৪৭.৭১ শতাংশ বৃদ্ধি পেয়ে ২২ হাজার ৬০০ কোটি টাকায় পৌঁছেছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

এক ডেপুটি গভর্নর সভায় জানান, “নিট মুনাফা হয়েছে ২২ হাজার ৬০০ কোটি টাকা। এ বছরের মোট আয় ৩৩ হাজার কোটি টাকা। আয়ের বড় অংশ এসেছে সুদ থেকে।”

তুলনামূলকভাবে, আগের অর্থবছরে নিট মুনাফা ছিল ১৫ হাজার ৩০০ কোটি টাকা এবং মোট আয় ছিল ৪০ হাজার কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, “বুধবার হিসাব বিবরণীতে নিরীক্ষক এবং গভর্নরের সই সম্পন্ন হওয়ার পর বাকি অর্থও সরকারের হিসাব-খাতায় জমা দেওয়া হবে।”

কেন্দ্রীয় ব্যাংকের এই উন্নয়ন কর্মীদের জন্য বড় প্রণোদনা হিসেবে ধরা হচ্ছে, যা ব্যাংকের অর্জিত লাভের সঙ্গে সরাসরি সম্পর্কিত।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন