- ১৩ অক্টোবর, ২০২৫
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের দিনব্যাপী আন্দোলনের জেরে বুধবার (৯ জুলাই) ঢাকা সিটি কলেজে ক্লাস ও অভ্যন্তরীণ পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে, পূর্বনির্ধারিত বোর্ড পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৮ জুলাই) রাতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এফ. এম. মোবারক হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। আদেশে বলা হয়েছে, "অনিবার্য কারণবশত ৯ জুলাই (বুধবার) কলেজের সব অভ্যন্তরীণ পরীক্ষা, শ্রেণি পাঠদান এবং ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো যথারীতি চলবে।" একইসঙ্গে, পরীক্ষার্থীদের নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
এই অফিস আদেশের অনুলিপি কলেজের উপাধ্যক্ষ, বিভাগীয় প্রধান, সমন্বয়কারী, পরীক্ষাসংক্রান্ত কমিটির সদস্য এবং অফিস প্রধানদের কাছেও পাঠানো হয়েছে।
এর আগে, মঙ্গলবার সকাল থেকে অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে কলেজ ক্যাম্পাস দিনভর উত্তপ্ত ছিল। সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা সিটি কলেজের এইচএসসি ২৬তম ব্যাচের কিছু শিক্ষার্থী 'স্বঘোষিত অধ্যক্ষ' কাজী নেয়ামুল হকের পদত্যাগ দাবিতে মূল ফটকের সামনে বিক্ষোভ শুরু করে। আন্দোলনের একপর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক প্রতিনিধিদের বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে, এতে দুই শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজ কর্তৃপক্ষ একাদশ শ্রেণির প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত করে এবং সাইন্সল্যাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।