- ১৯ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে ব্যবসা ও বিনিয়োগ খাতে অনিশ্চয়তা কাটিয়ে একটি স্থিতিশীল পরিবেশ তৈরি হবে কি না তা সম্পূর্ণভাবে নির্ভর করছে নির্বাচনের গুণগত মানের ওপর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) প্রেসিডেন্ট আনোয়ার-উল আলম পারভেজ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন দেশের অর্থনীতি পুনরুদ্ধার এবং ব্যবসায়িক আস্থা ফেরানোর প্রধান শর্ত। নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ হলে ব্যবসায়ীরা নতুন বিনিয়োগে উৎসাহিত হবেন।’’
পারভেজ জানান, তফসিল ঘোষণার পরও সাধারণ মানুষের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে নির্বাচন আদৌ নির্বিঘ্নে সম্পন্ন হবে কি না। আইন-শৃঙ্খলা বাহিনীর আচরণ ও সামগ্রিক পরিস্থিতি দেখে সবাই এখনও সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বিসিআই প্রেসিডেন্ট আরও বলেন, “নির্বাচনের পরপরই ব্যবসায়ীরা বিনিয়োগে ঝাঁপিয়ে পড়বেন না। অন্তত পাঁচ থেকে ছয় মাস তারা বাজার, রাজনৈতিক স্থিতিশীলতা ও নীতির ধারাবাহিকতা পর্যবেক্ষণ করবেন। তবে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হলে বর্তমান শঙ্কা অনেকটাই কাটবে।”
তিনি মনে করেন, অর্থনীতি আবার গতি পেতে হলে প্রয়োজন রাজনৈতিক শান্তি ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা। নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে পারলে দেশীয় ও বিদেশি বিনিয়োগ উভয়ই বাড়বে, শিল্পখাতেও ফিরবে স্বাভাবিক গতি।
পারভেজের ভাষায়, “অর্থনীতি, শিল্পায়ন, কর্মসংস্থান সবই নির্ভর করছে আগামীর নির্বাচনের বিশ্বাসযোগ্যতার ওপর। সরকার যদি গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারে, তবে সামনের বছরগুলোতে দেশ আবার উন্নয়নগত ধারায় ফিরে আসবে।”