- ১৯ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের পর তাদের অধীন থাকা তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব নতুনভাবে বণ্টন করেছে সরকার। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জারি করা গেজেটে এই দায়িত্ব পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
নতুন বণ্টন অনুযায়ী, আসিফ মাহমুদের দায়িত্বে থাকা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এখন থেকে পরিচালনা করবেন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এর ফলে যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পৃথকভাবে ভাগ করা হলো।
অন্যদিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব, যা এতদিন সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের কাছে ছিল, তা দেওয়া হয়েছে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে।
এ ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব নতুনভাবে দেওয়া হয়েছে উপদেষ্টা আদিলুর রহমানকে, যিনি এর আগে অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন।
উপদেষ্টা পরিবর্তন ও দায়িত্ব পুনর্বণ্টনের এই সিদ্ধান্তকে সরকারের প্রশাসনিক ধারাবাহিকতা এবং নির্বাচনের আগে সুষ্ঠু কার্যক্রম নিশ্চিতের অংশ হিসেবে দেখা হচ্ছে।