- ১৯ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
মহান বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের তরুণ পেসার তানজিম হাসান সাকিব। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্ট্যাটাসে সাকিব লিখেন, তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে গর্ব অনুভব করেন। প্রশিক্ষণ ও প্রস্তুতি ছাড়াই মাতৃভূমির টানে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়া মুক্তিযোদ্ধারাই দেশের প্রকৃত নায়ক বলে তিনি মনে করেন। তাঁর ভাষায়, ‘যাদের ছিল না বিশেষ প্রশিক্ষণ, তবু দেশকে মুক্ত করতে যারা জীবন বাজি রেখেছিলেন, তারাই আমাদের প্রকৃত হিরো।’
তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও সাহসের কারণেই আজ তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা তুলে ধরতে পারছেন। ক্রিকেটার হিসেবে জাতীয় দলের পরিচিত মুখ হলেও নিজের অবস্থানকে কখনোই প্রকৃত নায়কদের সঙ্গে তুলনা করেন না সাকিব। তিনি উল্লেখ করেন, ‘বাংলাদেশের সত্যিকারের তারকা আমাদের মুক্তিযোদ্ধারাই।’
সাদা বলে জাতীয় দলে নিয়মিত থাকা এই ডান–হাতি পেসার সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজগুলোতে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছেন। এখন পর্যন্ত ৪০টি টি–টোয়েন্টি খেলে ৪৭ উইকেট নেওয়া সাকিব ওয়ানডেতেও ১৫ ম্যাচে শিকার করেছেন ২৪ উইকেট। টেস্ট দলের হয়েও একটি ম্যাচে মাঠে নেমেছেন তিনি।
বিজয়ের মাসে দেশের প্রতি শ্রদ্ধা ও গর্ব প্রকাশ করে করা সাকিবের এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা পাচ্ছে।