- ১৯ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে এমন একটি রাজনৈতিক দল আছে যারা আওয়ামী লীগের ভোট প্রাপ্তির আশায় আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো বক্তব্যই দেয় না। শুক্রবার সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
বিজয়ের মাস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা, মিরপুর বাঙলা কলেজ, তেজগাঁও কলেজ, তিতুমীর কলেজসহ ঢাকার বিভিন্ন ইউনিটের নারী নেত্রী এবং ছাত্রদলের সাবেক ও বর্তমান কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
কোনো দলের নাম উল্লেখ না করেই সালাহউদ্দিন বলেন, “এ দলটি দাবি করে তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। আমরা মাঝে মাঝে জানতে চাই কোন মুক্তিযুদ্ধের পক্ষে? ভবিষ্যতে হয়তো বলবে, একমাত্র তারাই মুক্তিযুদ্ধ করেছে। কিন্তু দেশের মানুষ এখন অনেক সচেতন। ধর্মের নামে আবেগ দেখিয়ে ভোট চাওয়ার সময় শেষ।”
আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, “যারা নিজের নাগরিককে হেলিকপ্টার থেকে গুলি করেছে, নারী–পুরুষ–শিশু নির্বিশেষে গণহত্যা চালিয়েছে সেই ইতিহাস ভুলে গেলে চলবে না।”
এ সময় তিনি বিএনপির প্রকাশিত সাম্প্রতিক ‘শ্বেতপত্র’–এরও উল্লেখ করেন। তার দাবি, “আওয়ামী লীগের আমলে এমন পরিমাণ অর্থ লোপাট হয়েছে, যা দিয়ে অন্তত দু’টি জাতীয় শিক্ষা বাজেট বা তিনটি স্বাস্থ্য বাজেট তৈরি করা যেত। ব্যাংক ও আর্থিক খাত থেকে যে লুটপাট হয়েছে, সেই অর্থে ২৪টি পদ্মা সেতু বা ১৪টি মেট্রো রেল সিস্টেম নির্মাণ সম্ভব ছিল। আর ব্যাংকিং খাতের লুটপাট ও অর্থপাচারের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৯ লাখ ২৫ হাজার কোটি টাকা।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে তিনি ‘গণতান্ত্রিক উত্তরণের এক ইতিবাচক ধাপ’ হিসেবে অভিহিত করেন। তাঁর ভাষায়, “গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করতে হলে নির্বাচনী প্রক্রিয়ায় অগ্রগতি জরুরি। গতকাল যে তফসিল ঘোষণা হয়েছে, তা সেই অগ্রগতিরই অংশ।”
নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েও মন্তব্য করেন তিনি। “কেউ বলে নো পিআর নো ইলেকশন, কেউ বলে আগে স্থানীয় সরকার নির্বাচন না হলে জাতীয় নির্বাচন মানবে না। আবার কেউ একই দিনে গণভোট ও সংসদ নির্বাচনকে স্বীকার করে না। এরা সবাই গণতন্ত্রের বিপক্ষ শিবিরের লোক, নিজেদের মতো করে গণতন্ত্র চায়।”