- ১৯ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার বেলা ১১টা ৫১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা প্রকাশ করেন। পোস্টে তিনি সমর্থন ও সহযোগিতা কামনা করে একটি ভিডিও বার্তাও সংযুক্ত করেন।
ঢাকা–১০ আসনে ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ এলাকা অন্তর্ভুক্ত। এই আসনে ইতোমধ্যে বিএনপি মনোনয়ন দিয়েছে দলের নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে। জামায়াতের প্রার্থী হিসেবে লড়বেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকার। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনো এ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেনি।
সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন আসিফ মাহমুদ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি এবং মাহফুজ আলম। গত বুধবার বিকেল পাঁচটার দিকে তাঁরা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন, যা বৃহস্পতিবার সন্ধ্যায় তফসিল ঘোষণার পর কার্যকর হয়।
গতকাল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করেন। আগামী ১২ ফেব্রুয়ারি ৩০০ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে।
জুলাই গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হন আসিফ ও মাহফুজ আলম। দায়িত্ব পালনের সময়ে আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
ঢাকায় ভোট করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি আগেই। গত ৯ নভেম্বর তিনি ভোটার এলাকা পরিবর্তন করে ধানমন্ডির ভোটার হওয়ার আবেদন করেন। এরপর থেকেই আলোচনা চলছিল তিনি ঢাকা–১০ আসন থেকেই নির্বাচনে নামবেন কি না। আজকের ঘোষণার মধ্য দিয়ে সেটিই নিশ্চিত করেছেন তিনি।
অন্যদিকে, সাবেক উপদেষ্টা মাহফুজ আলমও নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাঁর ভাই ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম জানিয়েছেন, মাহফুজ আলম লক্ষ্মীপুর–১ আসন থেকে নির্বাচন করতে পারেন। কোন দল থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তা এখনো চূড়ান্ত হয়নি।