- ১৯ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। রাজশাহী
রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে দুই বছরের শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যুর পর আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কোয়েলহাট গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
এর আগে সকাল সাড়ে ১০টায় বাড়ির সামনে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকাবাসীর হাজারো মানুষ উপস্থিত হয়ে শিশুটির অকালমৃত্যুতে শোক জানান। জানাজা পরিচালনা করেন স্থানীয় মাওলানা কাজী মিজানুর রহমান। তিনি জানাজা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “অবহেলার কারণে যেন আর কোনো শিশুর জীবন ঝরে না যায়, সবারই দায়িত্বশীল হওয়া প্রয়োজন।”
শিশু সাজিদের বাবা রাকিবুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে উপস্থিত সবার কাছে ছেলের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, “গত দুই দিন মানুষ দোয়া করেছেন। আরও একবার দোয়া চাই আমার সাজিদের জন্য।” তিনি আরও অভিযোগ করেন, “অন্যের অবহেলায় আমার সন্তান মারা গেছে। আমি প্রশাসনের কাছে ন্যায়ের দাবি জানাই।”
উল্লেখ্য, গত বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বাড়ির পাশে নলকূপ খোঁড়ার জন্য তৈরি করা গভীর গর্তে পড়ে যায় শিশু সাজিদ। প্রায় ৩৩ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং এমন দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি উঠেছে।