Monday, January 19, 2026

কুমিল্লার হোমনায় ভুট্টা খেতে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার


প্রতীকী ছবিঃ লাশের (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। কুমিল্লা

কুমিল্লার হোমনা উপজেলায় ভুট্টা খেত থেকে এক অজ্ঞাতনামা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে কারারকান্দি এলাকার সংলগ্ন জমিতে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে হোমনা থানার ওসি মোর্শেদুল আলম চৌধুরীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

ওসি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভুট্টা খেতের ভেতরে এক যুবকের নিথর দেহ পড়ে আছে, যার গলা কাটা। পুলিশ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ থানায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

তিনি আরও বলেন, “এখন পর্যন্ত নিহত যুবকের পরিচয় কেউ নিশ্চিত করতে পারেনি। স্থানীয়দের সঙ্গে কথা বলা হচ্ছে কেউ চিনতে পারে কি না তা যাচাই করছি। পরিচয় নিশ্চিত হলে হত্যার কারণ ও সংশ্লিষ্টতার বিষয়ে বিস্তারিত বলা সম্ভব হবে।”

ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় করলেও হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কোনো ধারণা পাওয়া যায়নি। তদন্তের অগ্রগতির জন্য পুলিশ আশপাশের এলাকাসহ বিভিন্ন সূত্র খতিয়ে দেখছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন