- ১৯ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। রংপুর
রংপুরের তারাগঞ্জে বহুল আলোচিত মুক্তিযোদ্ধা দম্পতি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মোরসেলিন (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার আলমপুর ইউনিয়নের শেরসমস্ত বালাপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারের পর শুক্রবার সকালে মোরসেলিনকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান চালায়। তাঁর দেখানো স্থানে মুক্তিযোদ্ধা দম্পতির বাড়ির পিছনের পুকুরে তল্লাশি করে একটি দা ও কুড়ালের ডাটা উদ্ধার করা হয়। সকাল বেলা থেকেই পুকুরে মেশিন বসিয়ে পানি সরানোর ব্যবস্থা করা হয়, যাতে আরও প্রমাণ পাওয়া যায় কি না তা পরীক্ষা করা যায়।
রংপুরের পুলিশ সুপার মারুফ হোসেন দুপুরে সাংবাদিকদের জানান, হত্যাকাণ্ডটি ছিল পরিকল্পিত। ধার- দেনার চাপের কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে মোরসেলিন নিজের বাড়ি থেকে কুড়াল নিয়ে আসে এবং প্রথমে মুক্তিযোদ্ধার স্ত্রী সুবর্ণা রায় পুস্পকে আক্রমণ করে। পরে একই অস্ত্র দিয়ে বীর মুক্তিযোদ্ধা যোগেশ রায়কেও হত্যা করে।
পুলিশ বলছে, ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, সে বিষয়ে তদন্ত চলছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, তবে ঘটনার দ্রুত রহস্য উদ্ঘাটনে পুলিশ আশ্বস্ত করেছে এলাকাবাসীকে।